TRENDING:

Child Marriage : অতিথিদের ভিড়ে জমে উঠেছিল আসর, কিন্তু শেষ মুহূর্তে সব উল্টে দিল কনে! নাবালিকার কাণ্ড অবাক করবে

Last Updated:
Child Marriage : পড়াশোনার কাতর আর্জি জানিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে হাজির ছাত্রী। ছাত্রীর আর্জিতে সাড়া দিয়ে প্রশাসনকে জানিয়ে বিয়ে রুখলেন প্রধান শিক্ষিকা।
advertisement
1/7
সাজানো মঞ্চে অপেক্ষা করছিল বর , কিন্তু কনে হঠাৎই উধাও! কোথায় পাওয়া গেল তাকে?
"আমি পুলিশ হব" পড়াশোনার কাতর আর্জি জানিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে হাজির ছাত্রী। ছাত্রীর আর্জিতে সাড়া দিয়ে প্রশাসনকে জানিয়ে বিয়ে রুখলেন প্রধান শিক্ষিকা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/7
মালদহের রতুয়ার প্রত্যন্ত গ্রামের ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে প্রশাসনিক এবং শিক্ষা মহলে। এদিন স্কুলে গিয়ে মেয়েটিকে সংবর্ধনা জানান জেলা শিক্ষা দফতর এবং ব্লক ও পুলিশ প্রশাসনের কর্তারা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/7
বিয়ে হওয়ার কথা ছিল এদিন তার। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বরযাত্রী থেকে গ্রামবাসীরা। চলছিল অতিথিদের আপ্যায়ন। এরই মধ্যে সুযোগ বুঝে বিয়ের আসর থেকে পালায় কনে। তবে কোন‌ও ছেলে বা প্রেমিকা নয়, নিজের বান্ধবীদের সঙ্গে করে গ্রামের স্থানীয় বাসিন্দা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে হাজির হয় ষোড়শী ওই ছাত্রী। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/7
সেখানে হাজির হতেই ছাত্রীটি বলে ওঠে, "ম্যাডাম ‘হেল্প’ করুন, আমি বিয়ে করতে চাই না। পড়াশোনা করে পুলিশ হতে চাই।" স্কুলের নবম শ্রেণির ছাত্রীর আর্জিতে সাড়া দিয়ে পুলিশ, প্রশাসনকে জানিয়ে নাবালিকা মেয়েটির বিয়ে রুখে দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/7
নাবালিকার বিয়ে রোধে স্কুলে স্কুলে সচেতনতামূলক প্রচার চালান হচ্ছে। তার পরেও রতুয়ার ঘটনাটি প্রকাশ্যে আসায় নাবালিকা বিয়ে রোধে উঠছে প্রশ্ন। মেয়েটি রতুয়ার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। বাবা ভিন্ রাজ্যের শ্রমিক এবং মা গৃহবধূ। চার ভাই-বোনের মধ্যে মেয়েটি বড়। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/7
স্কুলের দাবি, মেয়েটি পড়াশোনা এবং খেলাধূলাতেও ভাল। বাড়ির মধ্যে মেয়েটিই প্রথম প্রাথমিক গণ্ডি টপকে হাই স্কুলের চৌহদ্দিতে পা পড়েছে। গ্রামেরও বেশির ভাগ মানুষই দিনমজুরি করেন। মাস খানেক ধরে বাড়িতে বিয়ের আলোচনা চললেও শান্ত স্বভাবের মেয়েটির দাবিকে আমল দেয়নি পরিবার। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
7/7
গত ৩ সেপ্টেম্বর ঘরোয়া ভাবে মেয়েটির বিয়ের আয়োজন করা হয়েছিল। ওই দিন সন্ধেয় রতুয়ার বাসিন্দা দিনমজুর পাত্র বরযাত্রী নিয়ে হাজিরও হয়। তবে মেয়েটির লড়াকু মানসিকতার কারণে বন্ধ হয়ে যায় বিয়ে। নিজের বিয়ে নিজেই রুখে দেয় সে। তার এমন সাহসিকতা প্রশংসনীয় বলে জানান মহারাজপুর কেফাতুল্লাহ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নবিদা অঞ্জুম। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Child Marriage : অতিথিদের ভিড়ে জমে উঠেছিল আসর, কিন্তু শেষ মুহূর্তে সব উল্টে দিল কনে! নাবালিকার কাণ্ড অবাক করবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল