TRENDING:

করোনা বিধি মেনে শিলিগুড়িতে কোথাও বাড়ির ছাদে, কোথাও আবার পাড়ার রাস্তায় শুরু হল ছটপুজো !

Last Updated:
কোভিড বিধি মেনেই শিলিগুড়িতে শুরু হল ছট পুজো। এবারে প্রতিটি ঘাটেই কড়া সতর্কবার্তা দেয় প্রশাসন। স্বাস্থ্য বিধি মেনে পুজো করতে হবে। বাড়ি পিছু ২ জন করে ঘাটে পুজো দিতে পারবে।
advertisement
1/6
করোনা বিধি মেনে শিলিগুড়িতে কোথাও বাড়ির ছাদে, কোথাও পাড়ার রাস্তায় শুরু হল ছট পুজো
কোভিড বিধি মেনেই শিলিগুড়িতে শুরু হল ছট পুজো। এবারে প্রতিটি ঘাটেই কড়া সতর্কবার্তা দেয় প্রশাসন।  স্বাস্থ্য বিধি মেনে পুজো করতে হবে। বাড়ি পিছু ২ জন করে ঘাটে পুজো দিতে পারবে। আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখে ঘাটে কোনোভাবেই আতস বাজি বা শব্দ বাজি পোড়ানো যাবে না।
advertisement
2/6
সাউণ্ড সিস্টেমের ব্যবহার করা যাবে না। একজন করে ঢাকি নিয়ে পুজো করা যাবে। এই ছবি ধরা পড়ল শিলিগুড়িতে। এবারে শিলিগুড়ি মহকুমা এবং লাগোয়া এলাকা মিলিয়ে ১৪৫টি ঘাটে ছট পুজার আয়োজন করা হয়।
advertisement
3/6
সেইমতো সাজিয়ে তোলা হয় প্রতিটি ঘাট। প্রতি বছরই শহরবাসীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যেত মহানন্দা নদীর লালমোহন মৌলিক ঘাটে। গোটা শহর ভেঙে পড়ত। হিলকার্ট রোড ধরে হাঁটাচলা দায় হয়ে দাঁড়াত। এবারে দেখা গেল অন্য ছবি।
advertisement
4/6
ভিড় অনেকাংশেই কম। সেই ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে ঘাটে ছবি দাঁড়িয়ে থাকার ছবি দেখা যায়নি। এটা ভালো দিক। তবে অনেকেরই নাক এবং মুখ ঢাকেনি মাস্কে। যা আবার চিন্তার বিষয় বলে দাবি চিকিৎসকদের। প্রশাসনের নির্দেশ মেনে এবারেই প্রথম ভিড় এড়াতে বাড়ির ছাদে পুজোর আয়োজন করতে দেখা যায়।
advertisement
5/6
পুরসভার ৮ এবং ৯ নং ওয়ার্ডে বহু বাড়ির ছাদেই আয়োজন করা হয় ছট পুজার। শহরের অন্য এলাকাতেও নিজের বাড়িতেই করা হয় পুজো। আবার কোথাও নিজস্ব এলাকায় কয়েকটি পরিবার মিলিয়ে রাস্তাতেই আয়োজন করে পুজোর। শহরের একাধিক জায়গায় রেলের অব্যবহৃত জমিতে কৃত্রিম ঘাট বানিয়ে ছট পুজার আয়োজন করা হয়। যা যথেষ্টই আশাব্যঞ্জক। কেননা কোভিড মোকাবিলায় সেরা অস্ত্রই হল ভিড় এড়িয়ে চলা।
advertisement
6/6
পূণ্যার্থীদের দাবি, এবার পুজো। উৎসব হবে আগামীবার। তাই ঝুঁকি না নিয়েই কেউ বাড়ির ছাদে, কেউ বা পাড়ার রাস্তায়, আবার কোথাও রেলের জমিতে পুজোর আয়োজন করা হয়েছে। দুর্গা পুজোর অষ্টমী, নবমী এবং দশমীর রাতের ছবির পথে হাঁটেনি শহর। 
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
করোনা বিধি মেনে শিলিগুড়িতে কোথাও বাড়ির ছাদে, কোথাও আবার পাড়ার রাস্তায় শুরু হল ছটপুজো !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল