TRENDING:

Jaldapara: সাধারণ মানুষের ভোগান্তি অতীত! মানুষ-হাতি সংঘাত রুখতে আলিপুরদুয়ারে দারুণ উদ্যোগ, কাজ শুরু করে দিল বনবিভাগ

Last Updated:
Jaldapara: মানুষ হাতি সংঘাত ঠেকাতে, মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতি রোধে বড় পদক্ষেপ নিল জলদাপাড়া বন বিভাগ। এই পদক্ষেপের ফলে হাতির দল কোন পথে এগোচ্ছে তা আগে থেকেই বোঝা যাবে এবং সঙ্গে সঙ্গে কাছাকাছি গ্রামগুলিকে সতর্ক করা সম্ভব হবে।
advertisement
1/5
সাধারণ মানুষের ভোগান্তি অতীত! মানুষ-হাতি সংঘাত রুখতে আলিপুরদুয়ারে দারুণ উদ্যোগ
মানব-হাতি সংঘাত রোধে জলদাপাড়া বনবিভাগের বিশেষ উদ্যোগ। হাতির চলাচলের পরিচিত করিডরগুলিতে ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরচালিত সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের মাদারিহাট সহ বিভিন্ন এলাকায় ঘন ঘন হাতির হানার ঘটনা ঘটছে। গত এক সপ্তাহে চারজনের মৃত্যু হয়েছে, পাশাপাশি অনেকে আহত হয়েছেন। প্রায় প্রতিদিনই বনবস্তি ও সংলগ্ন গ্রামাঞ্চলে বুনো হাতির হানার খবর পাওয়া যাচ্ছে।
advertisement
3/5
মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতি রোধে এবার বড় পদক্ষেপ নিল জলদাপাড়া বন বিভাগ। ইতিমধ্যে হাতি চলাচলের পরিচিত করিডরগুলিতে ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরচালিত সিসি ক্যামেরা স্থাপন শুরু করেছে বিভাগ। এই ক্যামেরাগুলি সেই সব জায়গায় বসানো হচ্ছে, যেখান দিয়ে হাতিরা নিয়মিত বনাঞ্চল থেকে বেরিয়ে আসে।
advertisement
4/5
এই ক্যামেরার মাধ্যমে বনকর্মীরা হাতির গতিবিধির রিয়েল টাইম পর্যবেক্ষণ করতে পারবেন। এর ফলে হাতির দল কোন পথে এগোচ্ছে তা আগে থেকেই বোঝা যাবে এবং সঙ্গে সঙ্গে কাছাকাছি গ্রামগুলিকে সতর্ক করা সম্ভব হবে।
advertisement
5/5
বন বিভাগের তরফে জানা গিয়েছে, ক্যামেরার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাইরেন বসানো হচ্ছে। হাতির অবস্থান জানা গেলে ওই সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হবে, যাতে মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারেন। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Jaldapara: সাধারণ মানুষের ভোগান্তি অতীত! মানুষ-হাতি সংঘাত রুখতে আলিপুরদুয়ারে দারুণ উদ্যোগ, কাজ শুরু করে দিল বনবিভাগ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল