Car Accident: ভয়াবহ দুর্ঘটনা! পাথরবোঝাই ট্রাককে ধাক্কা গাড়ির, পিষে গেলেন যাত্রীরা, গাড়ি কেটে বার করা হল দুই দেহ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Car Accident: কলকাতা থেকে নিজের কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে পাথর বোঝায় লরির সঙ্গে কাস্টম অফিসারের গাড়ির দুর্ঘটনা। মৃত্যু হল দুজনের। ঘটনায় চাঞ্চল্য বানারহাটে।
advertisement
1/6

রকি চৌধূরী, বানারহাট: কলকাতা থেকে নিজের কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে পাথর বোঝায় লরির সঙ্গে কাস্টম অফিসারের গাড়ির দুর্ঘটনা। মৃত্যু হলো দুজনের। ঘটনায় চাঞ্চল্য বানারহাটে। প্রতীকী ছবি।
advertisement
2/6
জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। প্রাণ গেল কাস্টম অফিসার সহ গাড়ির চালকের। ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে, বানারহাট ব্লকের বিন্নাগুড়ি রেলস্টেশনমুখী ১৭ নম্বর জাতীয় সড়কে। Representative Image
advertisement
3/6
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই ব্যক্তি হলেন জয়গা কাস্টম অফিসার নীতিশ কুমার অভিষেক (৪৫) এবং গাড়ির চালক সিন্টু মণ্ডল (৩৭)। ওই কাস্টম অফিসার কলকাতা থেকে নিজের বাড়ি হয়ে গাড়িতে চড়ে জয়গা ফিরছিলেন এবং নিজেই গাড়ি চালাচ্ছিলেন। Representative Image
advertisement
4/6
বিন্নাগুড়ি এলাকায় পৌঁছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাককে অন্ধকারে বুঝতে না পেরে পিছনে সজোরে ধাক্কা মারে। গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির ভিতরে থাকা দুইজনের। Representative Image Image: AI
advertisement
5/6
ঘটনার খবর পেয়ে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। গ্যাস কাটার এনে গাড়ির বডি কেটে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। Representative Image
advertisement
6/6
বিন্নাগুড়ি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ভবেস সুব্বা জানান, “রাস্তার ধারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট গাড়ির দুই যাত্রীর। গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।” Representative Image