Buxa: পাহাড়ের কোলে ঝুলিয়ে রাখতে হয় মোবাইল! কেন জানেন? বিরাট ভোগান্তি গ্রামবাসীদের!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Buxa: ১৩ টি গ্রামের বাসিন্দাদের এই চরম ভোগান্তির কথা জানলে অবাক হবেন! পাহাড়ে মোবাইল কেন ঝুলিয়ে রাখেন তারা? জানুন
advertisement
1/7

পাহাড়ে ভিউ পয়েন্টে অনেকে গেছেন আবার অনেকেই দেখেছেন।কিন্তু মোবাইল ভিউ পয়েন্ট দেখেছেন কখনও? মোবাইলের সিগন্যাল খুঁজতে ভিউ পয়েন্টে যেতে হয় ১৩টি গ্রামের বাসিন্দাকে। পাহাড়ের কোলে মোবাইল পয়েন্ট বক্সা পাহাড়ে, সিগন্যাল পেতে নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রাখতে হয় মোবাইল। তারপরেই মেলে নেটওয়ার্ক।
advertisement
2/7
বক্সা পাহাড়ে বেড়াতে এসে বিভিন্ন ভিউ পয়েন্ট দেখতে আসেন পর্যটকরা। কিন্তু পাহাড়ের বাসিন্দারা নিয়ম করে প্রতিদিন আসেন বক্সা পাহাড়ের মোবাইল পয়েন্ট গুলোতে।
advertisement
3/7
বর্তমান 5 জির যুগে আলিপুরদুয়ার জেলার সব জায়গায় মোটামুটি মোবাইল সিগন্যাল পাওয়া গেলেও, বক্সা পাহাড়ের প্রায় ১৩ টি গ্রাম এই পরিষেবা থেকে বঞ্চিত। তাই পাহাড়ের নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে সিগন্যাল পেতে বাসিন্দারা ঝুলিয়ে রাখেন মোবাইল।
advertisement
4/7
বাড়ি থেকে সেই স্থানে এসেই কাউকে ফোন করা বা মোবাইলে আসা মেসেজ দেখতে হয় তাদের। এমন কি এই অনলাইন পড়াশোনার যুগেও বক্সা পাহাড়ের ছাত্রছাত্রীরা বাইরের অনলাইন কোনও কোর্স বা কিছুই করতে পারে না একমাত্র মোবাইল সিগন্যাল না থাকার কারণে।
advertisement
5/7
বক্সা পাহাড়ের বক্সা ফোর্ট, লেপচাখা, আদমা, তাসিগাও, চুনাভাটি সহ প্রায় সব পাহাড়ি গ্রামে একই অবস্থা। বক্সা ফোর্টে যাবার পথে সান্তলাবাড়িতে স্থাপিত করা হয়েছে একটি বেসরকারি সংস্থার মোবাইল টাওয়ার, সেই টাওয়ারের সিগন্যালই পাহাড়ের বাঁকে নির্দিষ্ট কিছু জায়গায় মেলে।
advertisement
6/7
তাই নিজেদের প্রয়োজনে পাহাড়ের স্থানীয় বাসিন্দারা তৈরি করেছেন এই মোবাইল পয়েন্টর। স্থানীয়দের দাবি একাধিকবার জরিপ হওয়ার পরেও এখানে বসেনি কোনও মোবাইল টাওয়ার। তাই এখানকার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রায় সকলেই বঞ্চিত ইন্টারনেট পরিষেবা থেকে।
advertisement
7/7
তারা চাইছেন বক্সা পাহাড়ে বসানো হোক মোবাইল টাওয়ার। সন্ধের পর তারাও শহরের মানুষের মতো এই শীতের দিনে কম্বলের নিচে শুয়ে মেতে উঠুক সামাজিক যোগাযোগ মাধ্যমের নেশায়। (Reported By: Purnendu Mondal)