Buxa Forest Boss: বক্সা জঙ্গলের 'বস', মর্নিং ওয়াকে বেরোতেই সরে দাঁড়াল সবাই! সকাল সকাল হাতিকে নিয়ে অন্য ছবি গুদামডাবরিতে
- Published by:Madhab Das
 - hyperlocal
 - Reported by:Annanya Dey
 
Last Updated:
শরীর ফিট রাখার প্রয়োজনিয়তা রয়েছে তারও। তাই এবারে রাতে নয় বরং সকালেই জঙ্গল থেকে বেরিয়ে পড়ল বক্সা জঙ্গলের 'বস'। ছট পুজোর পর তাকে এদিন দেখা গেল গুদামডাবরি এলাকায়।
advertisement
1/5

 শরীর ফিট রাখার প্রয়োজনীয়তা রয়েছে তারও। তাই এবারে রাতে নয় বরং সকালেই জঙ্গল থেকে বেরিয়ে পড়ল বক্সা জঙ্গলের বস। ছট পুজোর পর তাকে এদিন দেখা গেল গুদামডাবরি এলাকায়। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
 বক্সা জঙ্গলের বস নামে পরিচিত এই বুনো হাতির বয়স ১০ বছর। এলাকায় ধান ও সবজির চাষ হলেই তাকে ঘন ঘন দেখা যায় এলাকায়। এতদিন বস শুধু রাতের বেলাতে এলাকাতে আসত। তার ডাক সকলের পরিচিত।
advertisement
3/5
 গুদামডাবড়ির এই এলাকাটি ফাঁকা থাকায় মর্নিং ওয়াক করতে কালচিনির বিভিন্ন এলাকার বাসিন্দারা আসেন। তবে বস সকাল সকাল বেরিয়ে আসবে তা জানা ছিল না কারও।
advertisement
4/5
 শরীর ফিট রাখতে মর্নিং ওয়াক জরুরি। গুদামডাবরি এলাকায় প্রতিদিন মর্নিং ওয়াক করতে আসেন বিভিন্ন এলাকার মানুষ। এদিনও তার অন্যথা হয়নি। ভোরের আলো ফুটতে গুদামডাবরির রাস্তায় দেখা যাচ্ছিল বিভিন্ন এলাকার মানুষদের।হঠাৎ করেই জঙ্গল থেকে বেরিয়ে এল গজরাজ বস।
advertisement
5/5
 দুলকি চালে মর্নিং ওয়াক করতে দেখা গেল তাকেও। এরপর এলাকার ধান ক্ষেতে গিয়ে সেখানে কিছুটা সময় থেকে আবারও জঙ্গলে ফিরে যায় সে। এলাকার বাসিন্দারা যদিও বন দফতরে খবর দিয়েছিলেন এর মধ্যেই। (ছবি ও তথ্য: অনন্যা দে)