Black Day: ভালোবাসার দিন নাকি ব্ল্যাক ডে? সেই দগদগে ক্ষত আজও টাটকা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
পুলওয়ামা জঙ্গি হামলার স্মরণে কোচবিহারে পালিত হল ব্ল্যাক ডে, স্মরণ করা হল শহিদ জওয়ানদের
advertisement
1/7

সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে যে শুধুমাত্র পড়েছে তা নয়, দেশের জন্য ব্ল্যাক ডে'ও আজ। ব্ল্যাক ডে হিসেবে আজ দিনটা পালন করা হচ্ছে দেশজুড়ে।
advertisement
2/7
আজকের দিনটা দেশজুড়ে ব্ল্যাক ডে পালন করা হয় কারণ ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর ৪০ জন জওয়ান।
advertisement
3/7
মূলত সেই বীর সেনা জওয়ানদের স্মরণ করতেই এই দিনটি দেশজুড়ে ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয়ে থাকে। কোচবিহারেও দিনটি পালন করা হল একটি সংগঠনের পক্ষ থেকে।
advertisement
4/7
এদিন কোচবিহারের সাগরদিঘি চত্বরে আয়োজন করা হয় শহিদ জওয়ান স্মরণ সভা। জঙ্গি হামলায় নিহত বীর সেনা জওয়ানদের ছবি লাগানো হয় বড় করে।
advertisement
5/7
সেই সেনা জওয়ানদের ছবিতে মালা দিয়ে, সামনে মোমবাতির জ্বালিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কোচবিহারের পথ চলতি বহু মানুষ।
advertisement
6/7
ভালোবাসার এই দিনটিতে ৪০টি পরিবার তাঁদের প্রিয়জনদের হারিয়েছে চিরদিনের জন্য। সেই সকল পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
advertisement
7/7
সকলকে বোঝানো হয় ভালোবাসার এই দিনটিকে কীভাবে রক্তাক্ত করে তোলা হয়েছিল। জঙ্গিদের হিংসাত্মক মানসিকতা কতটা ভয়াবহ।