Biswa Bangla Gate: কলকাতার পর বাংলার দ্বিতীয় বিশ্ব বাংলা গেট কোন জেলায় তৈরি হচ্ছে? ঘোষণা হতেই খুশির জোয়ার!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Biswa Bangla Gate: এবারে আর কোনও অভিযোগ থাকবে না পর্যটকদের। বিশ্ব বাংলা গেটের টানেই পর্যটকরা ছুটে আসবেন বাংলার আরেক জেলায়।
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে: এবারে আর কোনও অভিযোগ থাকবে না পর্যটকদের। আলিপুরদুয়ার এসে শহরে কিছু নেই বলে কাটিয়ে দেওয়ার সময় শেষ। বিশ্ব বাংলা গেটের টানেই পর্যটকরা ছুটে আসবেন আলিপুরদুয়ার শহরে, দাবি আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যানের।
advertisement
2/5
বিশ্ব বাংলা গেট রয়েছে কলকাতায়। তাই সেখানে গেলে গেটের সামনে গিয়ে ছবি না তুলে ফিরতে চান না কোনও পর্যটক। একই ছবি দেখা যাবে এবারে আলিপুরদুয়ারেও।
advertisement
3/5
আলিপুরদুয়ার শহরে প্রবেশ করার মুখে দমকল কেন্দ্রের সামনে গড়ে উঠবে বিশ্ব বাংলা গেট। ইতিমধ্যে একটি প্রতীকী ছবি প্রকাশ হয়েছে আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে। এই খবর শোনার পর থেকে আলাদা উচ্ছ্বাস দেখা গিয়েছে আলিপুরদুয়ারবাসীর মধ্যে।
advertisement
4/5
বিশ্ব বাংলা গেট দেখতে আর ছুটতে হবে না কলকাতায় আলিপুরদুয়ারবাসীকে। শহরের আরও দুটি স্থানে গেট গড়ে তোলার ভাবনা গ্রহণ করা হয়েছে আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে।
advertisement
5/5
পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান, "আলিপুরদুয়ার জেলায় বেড়াতে এসে পর্যটকরা শহরে খুব একটা আসেন না। তাঁদের আকৃষ্ট করার জন্য বিশ্ব বাংলা গেটের উদ্যোগ। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে গেটের নকশা পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ঝিল গুলির সৌন্দর্যায়ন করা হবে।"