TRENDING:

Bison Rescue: জলের তোড়ে পথ হারিয়ে দিশেহারা বাইসন শাবক, মাকে খুঁজতে রেললা‌ইনের উপর...! ময়নাগুড়িতে হৃদয়স্পর্শী দৃশ্য

Last Updated:
Bison Rescue: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেদগারা স্টেশন সংলগ্ন এলাকায় সোমবার সকালে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। বন্যার জলে ভেসে আসা এক বিশাল বাইসন শাবক ভুলবশত উঠে পড়েছে রেললাইনে। অপেক্ষা করছে মায়ের জন্য।
advertisement
1/5
জলের তোড়ে পথ হারিয়ে দিশেহারা বাইসন শাবক, মাকে খুঁজতে রেললা‌ইনের উপর...!
রেললাইনের ধারে মায়ের জন্য অপেক্ষায় কে? সকাল হতেই হৃদয় স্পর্শ করা দৃশ্যে চোখ ভিজল ডুয়ার্সবাসীর। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেদগারা স্টেশন সংলগ্ন এলাকায় সোমবার সকালে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। বন্যার জলে ভেসে আসা এক বিশাল বাইসন ভুলবশত উঠে পড়ে রেললাইনে। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়, সৃষ্টি হয় চাঞ্চল্য। তবে আতঙ্কের মধ্যেই ফুটে উঠল মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। (ছবি ও তথ্য: সুরজিৎ দে) 
advertisement
2/5
রেলকর্মী, আরপিএফ জওয়ান এবং স্থানীয় গ্রামবাসীরা একযোগে প্রাণপণ চেষ্টা চালিয়ে বাইসনটিকে উদ্ধার করেন এবং নিরাপদে ফিরিয়ে দেন জঙ্গলে।
advertisement
3/5
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জলঢাকা নদীর জলে প্লাবিত গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকেই ভেসে এসেছিল বাইসনটি। লাগাতার ভারী বৃষ্টিতে নদীর জল উপচে পড়ায় বহু বন্যপ্রাণী তাদের স্বাভাবিক আবাস ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছে। বনদফতর সূত্রে খবর, বন্যার জেরে ইতিমধ্যেই মৃত একটি গণ্ডার উদ্ধার হয়েছে। তবে হাতি, হরিণ, বাইসন-সহ একাধিক প্রাণীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বনকর্মীরা।
advertisement
4/5
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমী ও বন্যপ্রাণ সংরক্ষণ সংগঠনগুলি। তাদের মতে, এমন প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যপ্রাণ সংরক্ষণের জন্য জরুরি ভিত্তিতে বিশেষ ব্যবস্থার প্রয়োজন। অরণ্য ও নদীপথে পর্যবেক্ষণ বাড়ানো, নিরাপদ করিডর তৈরি এবং দ্রুত উদ্ধার বাহিনী গঠনের দাবি তুলেছেন তারা।
advertisement
5/5
তবুও সোমবার সকালের ঘটনাটি মানুষ ও প্রকৃতির এক অনন্য সহাবস্থানের বার্তা দিল, যেখানে বিপদের মুখেও মানুষের সহমর্মিতা আবারও রক্ষা করল এক নিরপরাধ জীবনের অস্তিত্ব। (ছবি ও তথ্য: সুরজিৎ দে) 
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Bison Rescue: জলের তোড়ে পথ হারিয়ে দিশেহারা বাইসন শাবক, মাকে খুঁজতে রেললা‌ইনের উপর...! ময়নাগুড়িতে হৃদয়স্পর্শী দৃশ্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল