North Sikkim Open: অবশেষে খুলল উত্তর সিকিম, কিন্তু চাইলেই যেতে পারবেন না সবাই! শর্তের ছড়াছড়ি, জেনে তারপর কাটুন টিকিট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
North Sikkim Open: এই শীতের মরসুমে কি এবার সিকিমে তুষারপাত দেখার ইচ্ছে? তাহলে পর্যটকদের জন্য একটা দারুন খবর রয়েছে। আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে উত্তর সিকিমের রাস্তা।
advertisement
1/5

*পর্যটকদের জন্য দারুন খবর। আজ থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের একটা বড় অংশ। ডিসেম্বরের প্রথমদিন থেকে মংগন জেলার লাচুংও পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা আগেই জানিয়েছিল সিকিম প্রশাসন। সড়কপথে কিছু বিধিনিষেধ কার্যকরের কথা বলে শনিবার তাতে সিলমোহর দেয় সিকিম পুলিশ। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। ফাইল ছবি।
advertisement
2/5
*শুধু লাচুংই নয়, ১০ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে লাচেন, ছাঙ্গু, গুরুদোংমা থেকেও এমনটাই জানিয়েছে মংগন জেলা প্রশাসন। লাচুংয়ের পাশাপাশি জিরো পয়েন্ট, ইয়ুমথাংয়েও যেতে পারবেন পর্যটকরা। এই ঘোষণায় সিকিম পর্যটন অক্সিজেন পাবে বলে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদের দাবি। ফাইল ছবি।
advertisement
3/5
*সরকারিভাবে রবিবার থেকে লাচুং খোলা হলেও, পরীক্ষামূলকভাবে শুক্রবার কিছু পর্যটককে সেখানে যাওয়ার পারমিট দেওয়া হয়েছিল। সড়কপথে তেমন কোনও সমস্যা হয়নি বলে তাঁরা জানান। একটি সূত্রের দাবি, এঁদের মধ্যে কয়েকজন অন্য দেশের পর্যটকও রয়েছেন। স্বভাবতই পাহাড়ে তুষারপাত ও জিরো পয়েন্টে রাস্তার পাশে বরফ দেখে তাঁরা উচ্ছ্বসিত। ফাইল ছবি।
advertisement
4/5
*তবে সেখানকার জেলা প্রশাসনের তরফে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত পর্যটকরা মঙ্গনের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফিস থেকে ভ্রমণের একদিন আগে অথবা যেদিন বেড়াতে যাবেন সেদিন সকাল সাড়ে ৯'টার মধ্যে পাস সংগ্রহ করতে হবে। পর্যটকদের বিশেষ ধরনের এসইউভি গাড়ি ব্যবহার করতে হবে। গোটা বিষয়টি জানতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে রাখুন। ফাইল ছবি।
advertisement
5/5
*নিষেধাজ্ঞা ওঠায় রবিবার থেকে পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী সিকিমের পর্যটন ব্যবসায়ীরা। লাচুংয়ের হোটেল ব্যবসায়ী কল্পক দে বলেন, 'এমন প্রশাসনিক সিদ্ধান্তের জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম। পর্যটকরা যেভাবে খোঁজখবর নিচ্ছেন, তাতে দীর্ঘদিন পর উত্তর সিকিমে ফের পর্যটকদের ভিড় হবে বলে মনে হচ্ছে।' ফাইল ছবি।