TRENDING:

Darjeeling: শনি এবং রবিবার দার্জিলিং বেড়ানো এবারে 'টোটাল ফান'...! পুজোর আগেই পর্যটকদের জন্য বিরাট সুখবর, জানুন

Last Updated:
Darjeeling Toy Train: ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ’ স্বীকৃত এই রেলপথের যাত্রা যেন পাহাড়ি জীবনের এক চলমান ইতিহাস, যেখানে প্রতিটি বাঁকে মেলে নতুন গল্প। শনিবার এবং রবিবার—দু’দিনেই আলাদা রূপে সাজানো হয়েছে এই বিশেষ সফর।
advertisement
1/6
শনি এবং রবিবার দার্জিলিং বেড়ানো এবারে 'টোটাল ফান'...! পুজোর আগে পর্যটকদের জন্য বিরাট সুখবর
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: পুজোর আগেই পর্যটকদের জন্য এলো বিরাট সুখবর। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) পাহাড়ি ভ্রমণকে আরও রঙিন ও আকর্ষণীয় করে তুলতে এনেছে এক অনন্য আয়োজন। ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ’ স্বীকৃত এই রেলপথের যাত্রা যেন পাহাড়ি জীবনের এক চলমান ইতিহাস, যেখানে প্রতিটি বাঁকে মেলে নতুন গল্প। শনিবার এবং রবিবার—দু’দিনেই আলাদা রূপে সাজানো হয়েছে এই বিশেষ সফর।
advertisement
2/6
*শনিবারের যাত্রার নাম দেওয়া হয়েছে 'দ্য হিমালয়ান ডিজেন্ট'। সকাল সাড়ে ন'টায় দার্জিলিং থেকে রওনা দিয়ে ট্রেন নামতে থাকে কার্শিয়াং-এর দিকে। পথে ঘুম স্টেশন, পুরোনো মঠ, সোনাদা ও মার্গারেটস ডেক দর্শনার্থীদের সামনে খুলে দেয় অপার সৌন্দর্য। দুপুরের আগে টুং-এ সাময়িক বিরতির পর যাত্রীরা পৌঁছে যান কার্শিয়াংয়ে। সফরের অংশ হিসেবে দুপুরের খাবারের আয়োজন রাখা হয়েছে কার্শিয়াং শহরে। এরপর আবার রেল সফর শুরু হয়ে গিদ্দাপাহার ভিউ পয়েন্টের অপূর্ব দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। বিকেলের শেষ প্রহরে পৌঁছনো হয় কার্শিয়াং স্টেশনে। পাহাড়ি জনপদ, চা-বাগান আর স্টিম ইঞ্জিনের ধোঁয়া মিলিয়ে এই যাত্রা হয়ে ওঠে যেন সময়ের স্রোতে ফিরে যাওয়ার অভিজ্ঞতা।
advertisement
3/6
*রবিবারের যাত্রা ঠিক উল্টোদিকে—কার্শিয়াং থেকে দার্জিলিং। এই সফরের নাম 'জার্নি ইন্টু দ্য ক্লাউডস'। সকাল সাত'টা পনের মিনিটে কার্শিয়াং ছেড়ে রওনা দিয়ে ট্রেন পৌঁছয় মহানদীতে। এরপর কার্শিয়াং শহরে সকালের নাস্তার বিরতি থাকে। সফরের অন্যতম আকর্ষণ কার্শিয়াং আর্কাইভস ভ্রমণ, যেখানে দর্শনার্থীরা জানতে পারেন এই পাহাড়ি রেলের সমৃদ্ধ অতীত। দুপুরের দিকে ট্রেন থামে গোরখা হাট ও টুং-এ। তারপর সোনাদা, প্রাচীন মঠ এবং ঐতিহ্যমণ্ডিত ঘুম স্টেশন ঘুরে বিকেলের আলোয় পৌঁছনো হয় দার্জিলিংয়ে। মেঘে ঢাকা পাহাড়ি রাস্তা, চা-বাগানের শ্রমজীবী মানুষের জীবনযাত্রা এবং পথে পথে সাজানো রঙিন প্রার্থনাধ্বজা যাত্রীদের সামনে উপস্থাপন করে হিমালয়ের অনন্য রূপ।
advertisement
4/6
*এই দুই সফরেই রয়েছে ভ্রমণের বিশেষ কিছু আকর্ষণ। পাহাড়ি স্টেশন, গ্রাম ও চা-বাগানের ছবি তোলার এক দারুণ সুযোগ মেলে যাত্রীদের। ঊনবিংশ শতকের প্রকৌশল কীর্তি বাতাসিয়া লুপ কিংবা স্টিম ইঞ্জিনের সাদা ধোঁয়া ভ্রমণকে ফিরিয়ে নিয়ে যায় এক অন্য সময়ে। একই সঙ্গে স্থানীয় বাজার, পাহাড়ি খাবার আর সংস্কৃতির স্পর্শে ভ্রমণকারীরা উপভোগ করেন এক বিস্তৃত অভিজ্ঞতা।
advertisement
5/6
*আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টয়ট্রেন পরিষেবা। আগাম টিকিট বুকিং করার জন্য ভ্রমণকারীরা সরাসরি যোগাযোগ করতে পারেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.dhr.org.in) অথবা ফোন করতে পারেন +91 85850 41501 নম্বরে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় @dhr.worldheritage হ্যান্ডেল থেকেও বুকিং সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
advertisement
6/6
*দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই বিশেষ আয়োজন শুধু পর্যটনের ক্ষেত্রেই নয়, পাহাড়ের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক সেতুবন্ধন তৈরি করছে। প্রকৃতি, সংস্কৃতি আর নস্টালজিয়ার মেলবন্ধনে এই সফর নিঃসন্দেহে হয়ে উঠছে পর্যটকদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Darjeeling: শনি এবং রবিবার দার্জিলিং বেড়ানো এবারে 'টোটাল ফান'...! পুজোর আগেই পর্যটকদের জন্য বিরাট সুখবর, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল