Toto News: টোটোর দাপাদাপির দিন শেষ! কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন! বড় আপডেট!
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Toto News: যানজট থেকে শুরু করে দুর্ঘটনা—সব কিছুর নেপথ্যে টোটোর বিশৃঙ্খল ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছিল ক্রমশ। অবশেষে সেই সমস্যার সমাধান খুঁজতে কড়া উদ্যোগ নিল রাজ্য পরিবহন দফতর।
advertisement
1/6

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শহরের রাস্তায় লাগামছাড়া টোটো চলাচল নিয়ে বহুদিন ধরেই অভিযোগ জমছিল সাধারণ মানুষের। যানজট থেকে শুরু করে দুর্ঘটনা—সব কিছুর নেপথ্যে টোটোর বিশৃঙ্খল ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছিল ক্রমশ। অবশেষে সেই সমস্যার সমাধান খুঁজতে কড়া উদ্যোগ নিল রাজ্য পরিবহন দফতর।
advertisement
2/6
শিলিগুড়ি পুরনিগমে বৃহস্পতিবার এক জরুরি বৈঠক করেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক এবং পরিবহন দফতরের প্রতিনিধিরা। বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়—এবার প্রতিটি টোটোর জন্য আলাদা পরিচয়পত্র ও কিউআর কোড বাধ্যতামূলক করা হবে। কোড স্ক্যান করলেই জানা যাবে কোন রুটে টোটো চালানোর অনুমতি রয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
শুধু তাই নয়, প্রতিটি শহর ও পৌরসভা এলাকা থেকে নির্দিষ্ট রুটম্যাপ প্রস্তুত করে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে রাজ্য দফতরে পাঠাতে হবে। সেই রুটম্যাপের ভিত্তিতেই চলাচলের নিয়ম বেঁধে দেওয়া হবে। শিলিগুড়ি পুরনিগম ইতিমধ্যেই পুলিশের সহযোগিতায় ৮৫টি রুট চিহ্নিত করেছে বলে জানান মেয়র। বর্তমানে শহরে প্রায় পাঁচ হাজার বৈধ টোটো থাকলেও অবৈধ টোটোর সংখ্যা অনেক বেশি। নতুন নিয়ম চালু হলে কেবল বৈধ নথি থাকা চালকরাই রাস্তায় নামতে পারবেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
অন্যদিকে, পরিবহন দফতর জানিয়েছে, ৩০শে সেপ্টেম্বরের পরবর্তী ৯০ দিনের মধ্যে চালু হবে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। টোটো মালিকদের সেখানে কাগজপত্র জমা দিতে হবে। যারা আবেদন করবেন না, তাদের গাড়ি আর রাস্তায় নামবে না। প্রয়োজনে নিকটবর্তী আরটিও অফিস থেকে চালকেরা সহায়তা নিতে পারবেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
বৈঠক শেষে মেয়র স্পষ্ট ভাষায় বলেন, “শহরের শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ ছাড়া আর কোনো উপায় নেই। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ব্যবস্থা কার্যকর হবে।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
প্রশাসনের দাবি, এই উদ্যোগ শুধু শিলিগুড়ি নয়, সমগ্র রাজ্যেই টোটো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে বড় ভূমিকা নেবে। এর সুফর পাবে সাধারণ যাত্রীরাও। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য