Kolkata Siliguri Route: ডিসেম্বরেই বড় উপহার কেন্দ্রের! ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকানোর দিন শেষ, অর্ধেক সময়ে পৌঁছন শিলিগুড়ি-কলকাতা
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kolkata Siliguri Route: যানবাহন চলাচলের ক্ষেত্রে এই বছরের ডিসেম্বর মাসে উদ্বোধন করা হবে নিউ ফারাক্কা ব্রিজ। এই ব্রিজে দুই দিক মিলিয়ে মোট ৮৮ টি পিলার এবং ৮৬ স্প্যান বসানো হয়েছে। ২২০ সোলার স্ট্রিট লাইট এবং ব্রিজের দুই দিকের অ্যাপ্রোচে ৮০ টি ইলেকট্রিক স্ট্রিট লাইট-সহ মোট ৩০০ লাইট বসানো হবে।
advertisement
1/6

*ঘণ্টার পর ঘণ্টা জ্যামে দাঁড়ানোর দিন শেষ। মাত্র কয়েক ঘণ্টায় এবারে পৌঁছনো যাবে শিলিগুড়ি থেকে কলকাতায়। খুব শীঘ্রই চালু হতে চলেছে গঙ্গা নদীর উপর দেশের অন্যতম দীর্ঘ নিউ ফারাক্কা ব্রিজ।
advertisement
2/6
*গঙ্গা নদীর উপর ২৫৮০ মিটার দীর্ঘ এই নতুন সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সমস্ত পিলার বসানোর কাজ। চার লেন বিশিষ্ট এই সেতুর উপর দিয়ে চলবে যানবাহন।
advertisement
3/6
*মালদহের জাতীয় সড়ক প্রজেক্ট ডাইরেক্টর অজয় গাটেকার জানান, এই ব্রিজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এই ব্রিজটি চালু হলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের সাধারণ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
advertisement
4/6
*তিনি আরও জানান, যানবাহন চলাচলের ক্ষেত্রে এই বছরের ডিসেম্বর মাসে উদ্বোধন করা হবে নিউ ফারাক্কা ব্রিজ। এই ব্রিজে দুই দিক মিলিয়ে মোট ৮৮ পিলার এবং ৮৬ স্প্যান বসানো হয়েছে। পাশাপাশি মোট ২২০ সোলার স্ট্রিট লাইট এবং ব্রিজের দুই দিকের অ্যাপ্রোচে ৮০ ইলেকট্রিক স্ট্রিট লাইট-সহ মোট ৩০০ লাইট বসানো হবে। ইতিমধ্যে একদিকের স্ট্রিট লাইটের কাজ সম্পন্ন হয়েছে।
advertisement
5/6
*উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যাতায়াত ব্যবস্থায় এবারে নতুন অধ্যায়ের সূচনা শুধু সময়ের অপেক্ষা। দীর্ঘ সাত বছর ধরে চলা এই সেতু নির্মাণ কাজের সূচনা ২০১৮ সালে হলেও একাধিক বিপর্যয় এবং করোনার মত মহামারীর জেরে ধীর গতিতে চলছিল কাজ।
advertisement
6/6
*তবে একাধিক প্রতিকূলতা কাটিয়ে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এই বছরের ডিসেম্বর মাস থেকেই নিয়মিতভাবে চালু হতে চলেছে নিউ ফারাক্কা ব্রিজ বলে জানিয়েছে মালদহের জাতীয় সড়ক কর্তৃপক্ষ।