TRENDING:

Siliguri Durga Puja 2025: সেরা মণ্ডপ আর প্রতিমার খেতাব!শিলিগুড়িতে কে পেল সম্মান? মিস করবেন না

Last Updated:
Siliguri Durga Puja 2025: বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: শিলিগুড়ির সেরা পুজোর তালিকা প্রকাশ, মণ্ডপ দেখার আগে দেখে নিন এই তালিকা
advertisement
1/6
সেরা মণ্ডপ আর প্রতিমার খেতাব! শিলিগুড়িতে কে পেল সম্মান? মিস করবেন না
এই বছরের দুর্গাপুজোর প্রতিটি মণ্ডপ যেন প্রতিযোগিতার মঞ্চ। কে কতটা সুন্দর, কতটা জমকালো, কাকে কত নম্বর দেবেন—এ যেন এক কঠিন পরীক্ষা। তবে বিশ্ব বাংলা শারদ সম্মান ঘোষণা করে দিয়েছে শিলিগুড়ির সেরা পুজোর তালিকা। আর এই তালিকা দেখার পর বুঝতে হবে, কোন মণ্ডপ মিস করা যাবে না। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/6
জেলার সেরা পুজোর সম্মান অর্জন করল খড়িবাড়ি সবুজ ওয়েলফেয়ার সংঘ, রবীন্দ্র সংঘ স্পোটিং ক্লাব এবং সূর্য নগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। দর্শকরা মণ্ডপে ঢুকতেই দেখে মনে হচ্ছে—কেউ যেন ছবি তোলার আগেই চোখ কৃত্রিমভাবে ঝলমল করছে।
advertisement
3/6
সেরা প্রতিমা’র খেতাব গেল নৃপেন্দ্র নারায়ণ হিন্দু হল দার্জিলিং, নয়াবাজার স্পোর্টিং ক্লাব কার্শিয়াং, আর শিলিগুড়ি মিত্র সম্মিলনী দুর্গা পুজো কমিটি -এর হাতে। প্রতিমার সেই নাজুক রেখা আর ব্যস্ত শিল্পীদের পরিশ্রম দর্শককে মুগ্ধ করে।
advertisement
4/6
মণ্ডপের সৌন্দর্য ও বিন্যাসের দিক থেকে সেরা মণ্ডপ হিসেবে সম্মান পেল সুব্রত সংঘ শিলিগুড়ি, মিলন পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটি শিলিগুড়ি, এবং শিলিগুড়ি সংঘশ্রী ক্লাব।
advertisement
5/6
আর যারা সমাজ সচেতনতার দিকটি দেখিয়েছে, তাদের জন্য চৌরাস্তা দূর্গা পুজো কমিটি অ্যান্ড চেরিটেবল ট্রাস্ট দার্জিলিং, লোয়ার বাগডোগরা সার্বজনীন দুর্গাপুজো কমিটি শিলিগুড়ি, এবং কলেজ পাড়া পুজো কমিটি শিলিগুড়ি-কে বিশেষ সম্মান প্রদান করা হয়েছে।
advertisement
6/6
শহরের রাস্তায় ভিড়, মন্দিরগুলির আলো, আর ঢাকের ছন্দ—সব মিলেই এই বছরও শিলিগুড়ির দুর্গাপুজো হয়ে উঠেছে এক অনন্য উৎসবের চিত্র। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Siliguri Durga Puja 2025: সেরা মণ্ডপ আর প্রতিমার খেতাব!শিলিগুড়িতে কে পেল সম্মান? মিস করবেন না
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল