Bengal News | Doars Python : রোমহর্ষক না হাড়হিম! গা ছমছমে দৃশ্য, হরিণ খেয়ে পেট ফুলে ঢোল ভয়ঙ্কর অজগরের...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bengal News | Doars Python : ডুয়ার্সের বিভিন্ন লোকালয়ে বর্ষা শুরু হতেই দেখা মেলে অজগরের। নীচু জায়গায় জল জমে যায়, যেকারণে খাবারের সন্ধানে অজগর লোকালয়ে চলে আসে।
advertisement
1/5

প্রায় ১৫ ফুটের বিশাল আকৃতির এক অজগর নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়ালো ডুয়ার্সের জঙ্গলে। হরিণ খেয়ে পেট ফুলে ঢোল হয়ে প্রায় মরনাপন্ন অবস্থা হয় অজগরটির। আর তাই দেখেই চাঞ্চল্য ছড়িয়ে পড়লো খয়েরবাড়ি এলাকায়। ভয়াবহ এই দৃশ্য দেখা গেল ডুয়ার্সের খয়েরবাড়ি জঙ্গল সংলগ্ন এলাকায়।
advertisement
2/5
জানা গিয়েছে, সোমবার সকালে ডুয়ার্সের খয়েরবাড়ি জঙ্গল সংলগ্ন এলাকায় ঝোপ ঝাড় পরিস্কার করছিলেন শ্রমিকরা। সেসময় তারা লক্ষ্য করেন একটি অজগর সাপ আস্ত একটা হরিণ গিলে খাচ্ছে। এই দেখে চাঞ্চল্য ছড়িয়ে পরে। আর বড় মাপের ওই হরিণ গিলে ফেলে মরনাপন্ন অবস্থা অজগরের। পেট ফুলে ঢোল হয়ে আছে। নড়তে চড়তেও পারছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটা বিশাল আকৃতির অজগর বড়সড় মাপের হরিণ খেয়ে ফেলেছে আর সেই কারণে এখন মরণাপন্ন অবস্থা অজগরের।
advertisement
3/5
কিছু স্থানীয় বাসিন্দার দাবি দুইদিন আগে অজগরটি বড়ো কিছু আহার করেছে। যারফলে পেট ফুলে এমনিতেই নড়া চড়া করতে পারছে না। ওখানেই, পড়ে রয়েছে। কোথাও যেতে পারেনি। স্থানীয়দের অনেকেই সেই অজগরটির ছবি তুলেছেন, অনেকে এসে সেলফি তুলেছেন বলেও দাবি স্থানীয় অনেকের।
advertisement
4/5
উল্লেখ্য ডুয়ার্সের বিভিন্ন লোকালয়ে বর্ষা শুরু হতেই দেখা মেলে অজগরের। নীচু জায়গায় জল জমে যায়, যেকারণে খাবারের সন্ধানে অজগর লোকালয়ে চলে আসে। এর আগে একাধিকবার হাঁস, ছাগল খাওয়ার মতো অবস্থায় অজগর দেখা গিয়েছে। এমনকি কিছুদিন আগেই ডুয়ার্সের লোকালয়ে এসে হাঁসের খাঁচায় ঢুকে পাঁচটি হাঁস সাবাড় করেছিল অজগর। এমনকি আগেও হরিণকে আহার করেছিল অজগর। তবে এবার নিজের চেহারার তুলনায় অনেক বেশি বড়ো মাপের অজগর খাওয়ার ফলে এই বিপত্তি বলে দাবি স্থানীয়দের।
advertisement
5/5
অননারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, "প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হরিণ খেয়েছে অজগর সাপটি । লম্বা প্রায় পনেরো ফুট হবে। বৃহৎ আকারের কোনও প্রাণী খাওয়াতেই সেটি নড়াচড়া করতে পারছে না। বনদপ্তর কর্মীরা নজরদারি চালাচ্ছেন, যাতে কেউ অজগর সাপটিকে কেউ আঘাত করতে না পারে বা বিরক্ত করতে না পারে। খাবারটি হজম হলে সে নিজেই আবার জঙ্গলের গভীরে ফিরে যাবে।" রকি চৌধুরী