Mathura Tea Garden: লেপার্ড আগেই ছিল, এবার দেখা দিল ভাল্লুক! জোড়া আতঙ্কে কাঁটা মথুরা চা বাগান এলাকার বাসিন্দারা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Mathura Tea Garden: লেপার্ডের আতঙ্ক আগেই ছড়িয়েছিল। ইতিমধ্যেই মথুরা চা বাগান এলাকায় ২টি লেপার্ডের শাবক দেখা গিয়েছে। চা শ্রমিক সহ স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। শীত পড়তেই ভাল্লুকও দেখা যাচ্ছে।
advertisement
1/5

চা বাগানে লেপার্ডের দেখা তো মিলছিলই। এবার ভাল্লুকও দেখা যাচ্ছে। এই নিয়ে চিন্তিত আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানের বাসিন্দারা। বন দফতরের কাছে খবর যেতেই টহল বাড়ানো হয়েছে। এলাকায় খাঁচা বসছে। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
মথুরা চা বাগানে লেপার্ডের আতঙ্ক আগেই ছড়িয়েছিল। ইতিমধ্যেই এলাকায় ২টি লেপার্ডের শাবক দেখা গিয়েছে। চা শ্রমিক সহ স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। মথুরা চা-বাগানের আউট ডিভিশনের ঘটনা এটি।
advertisement
3/5
প্রতিনিয়ত চা বাগানে লেপার্ড দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা। এর আগে মথুরা চা বাগান থেকে ৩টি লেপার্ডকে উদ্ধার করেন বন কর্মীরা। এবার শীত পড়তেই ভাল্লুক দেখা যাচ্ছে।
advertisement
4/5
চিলাপাতা রেঞ্জের বনকর্মীদের পক্ষ থেকে ওই এলাকায় টহলদারি চলছে। আবার নতুন করে অনেক জায়গায় খাঁচা বসানো হচ্ছে। গ্রামবাসী রাজেন এক্কা জানান, "আমাদের সমস্যা আছেই। বাগানে সবাই কাজ করি, রাস্তা দিয়ে সবাই যাতায়াত করছি। যখন তখন লেপার্ড হামলা করতে পারে।"
advertisement
5/5
মথুরা চা বাগানের ডিভিশন ইনচার্জ আকাশ কুমার ঝা জানান, "আমাদের পক্ষ থেকে বন দফতরে জানানো হয়েছে। ভাল্লুক আতঙ্ক রয়েছে, সেটিও দেখতে বলা হয়েছে।" (ছবি ও তথ্যঃ অনন্যা দে)