এ যেন করম পুজোর 'খুঁটিপুজো'! কাউন্টডাউন শুরু, আধ্যাত্মিক আবহে শস্যরোপণ! জানেন এই উৎসবরে নাম?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
করম উৎসবের আগে পালিত হল যাওয়া ধরা উৎসব। আদিবাসী সমাজের অন্যতম প্রধান উৎসব করম পুজো।
advertisement
1/5

<strong>কালচিনি, অনন্যা দে:</strong> করম উৎসবের আগে পালিত হল যাওয়া ধরা উৎসব। এই পুজো করে ভার্ণোবাড়িতে করম পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। আদিবাসী সমাজের অন্যতম প্রধান উৎসব করম পুজো।
advertisement
2/5
প্রতিবার ভাদ্র মাসের একাদশী তিথিতে এই পুজোর আয়োজন হয়। আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে করম পুজো। এই উপলক্ষে ভর্ণোবাড়ি চা বাগানে ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>
advertisement
3/5
আদিবাসী সংস্কৃতি অনুসারে বিভিন্ন ধরনের শস্যের চারা রোপণ করে পুজোর সূচনা করা হয়। যা যাওয়া ধরা পুজো নামে পরিচিত। পুরুষ ও মহিলারা করম সম্পর্কিত লোকগান গেয়ে এবং মাদল বাজিয়ে উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলেন। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>
advertisement
4/5
যেসমস্ত মহিলারা করম পুজোয় অংশ নেবেন, তারা বিভিন্ন শস্য রোপণ করেন। এই শস্য সাতদিন পর অঙ্কুরিত হবে। তখন আয়োজিত হবে করম পুজো। <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>
advertisement
5/5
পুজোর আয়োজক কমিটির পক্ষ থেকে আকাশ হরিজন জানান, "করম পুজো নিয়ে আদিবাসী সমাজে মান্যতা রয়েছে। বোনেরা ভাইদের মঙ্গল কামনায় এই পুজো করেন। পুজোর প্রস্তুতি আমরা শুরু করে দিলাম। এরপর করম গাছ বরণের মত অনুষ্ঠান গুলি থাকবে।" <strong>(ছবি ও তথ্য : অনন্যা দে)</strong>