TRENDING:

মালদহের গর্ব! মিস্টার সিকিম বডিবিল্ডিং প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, সোনা জিতলেন বাংলার বাপ্পা, ছবিতে দেখুন

Last Updated:
Mr. Sikkim Bodybuilding Competition: মালদহের এই যুবকের সাফল্যে পরিবার সহ জেলার ক্রীড়া মহলে খুশির হাওয়া দেখা দিয়েছে
advertisement
1/5
মালদহের গর্ব! মিস্টার সিকিম বডিবিল্ডিং প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, সোনা জিতলেন বাংলার বাপ্পা
<strong>মালদহ, জিএম মোমিনঃ</strong> মিস্টার সিকিম বডিবিল্ডিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়লেন মালদহের যুবক। সিকিমের গ্যাংটকে আয়োজিত মিস্টার সিকিম ২০২৫ মেন ফিজিক এথেলিক্স প্রতিযোগিতায় প্রথম হয়ে সোনা জয় মালদহের বাপ্পা চৌধুরীর। তাঁর এই সাফল্যে জেলাজুড়ে খুশির হাওয়া দেখা দিয়েছে।
advertisement
2/5
শুধু রান বা অন্য কোনও খেলা নয়, সুঠাম শরীরের দৌলতেও যে চ্যাম্পিয়ন হওয়া যায় তাঁর অন্যতম উদাহরণ মালদহের এই যুবক। ভিনরাজ্য সিকিমের মাটিতে প্রায় ২৫০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম হয়ে নজর কাড়লেন মালদহের ইংরেজবাজার শহরের পুরাটোলি জামতলি এলাকার বাসিন্দা বাপ্পা চৌধুরী (৩২)। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
advertisement
3/5
এই প্রতিযোগিতায় প্রথমে মেন ফিজিক এথেলিক্স ১৭০ সেন্টিমিটার ঊর্ধ্ব উচ্চতা বিভাগের প্রায় ১২০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম হন মালদহের বাপ্পা। এরপর ফাইনাল প্রতিযোগিতায় ১৭০ সেন্টিমিটার নিম্ন উচ্চতা বিভাগে জয়ী প্রতিযোগীকে হারিয়ে প্রথম হন তিনি। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
advertisement
4/5
সোনা জয়ী বাপ্পা চৌধুরী জানান, ছোটবেলা থেকেই তাঁর বডিবিল্ডিংয়ের শখ ছিল। রোগা চেহারা হওয়ায় ছোট বয়সে জিমে প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। এরপর সেই থেকে শারীরিক গঠন ঠিক রাখতে নিজের পাশাপাশি অন্যদের‌ বডি বিল্ডিংয়ের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
advertisement
5/5
তিনি আরও জানান, এই সাফল্যের পিছনে বাবা-মায়ের পাশাপাশি অবদান রয়েছে তাঁর কোচ সংলাপ নাহার। কোচের নিয়মিত প্রশিক্ষণের ফলে আজ এই সাফল্য বলে জানান তিনি। তাঁর এই সাফল্যে পরিবার সহ জেলার ক্রীড়া মহলে খুশির হাওয়া দেখা দিয়েছে। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
মালদহের গর্ব! মিস্টার সিকিম বডিবিল্ডিং প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, সোনা জিতলেন বাংলার বাপ্পা, ছবিতে দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল