TRENDING:

India Bangladesh news: বাংলাদেশ সীমান্তে নদীর কাছে রহস্যজনক গর্ত, কাছে যেতেই ঘুম উড়ে গেল বাসিন্দাদের

Last Updated:
India Bangladesh Border: সীমান্তবর্তী এলাকায় ফের রহস্যময় সুড়ঙ্গের খোঁজ। নদীর কালভার্টে সুড়ঙ্গ তৈরির অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে।
advertisement
1/7
বাংলাদেশ সীমান্তে নদীর কাছে রহস্যজনক গর্ত, কাছে যেতেই ঘুম উড়ে গেল বাসিন্দাদের
উত্তর দিনাজপুর: সীমান্তবর্তী এলাকায় ফের রহস্যময় সুড়ঙ্গের খোঁজ। নদীর কালভার্টে সুড়ঙ্গ তৈরির অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে। গরু, মাদক থেকে শুরু করে জালনোট, পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে হেমতাবাদ থানার মাকরহাট এলাকা।
advertisement
2/7
চোরাকারবারিদের লাগামহীন দৌরাত্ম্যের সঙ্গে বাংলাদেশি ফসল লুটেরাদের চোখরাঙানিও অব্যাহত। আর এরই মাঝে, বাংলাদেশের দিক থেকে বয়ে আসা কুলিক নদীর কালভার্ট দখল করা ও সুড়ঙ্গ তৈরি করার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্তের দুই পাড়ের গ্রামে।
advertisement
3/7
হেমতাবাদ থানার মাকরহাট এলাকায় সীমান্তের ওপারে রয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও, পীরগঞ্জ, হরিপুর এলাকা। সূত্রের খবর, এই ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়েই ওখানে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি পাচারকারীরা।
advertisement
4/7
এই প্রসঙ্গে স্থানীয় কৃষক বাবলু মণ্ডল বলেন, ‘বাংলাদেশি দুষ্কৃতীরা এসে কুলিক নদীর উপর কালভার্টের মধ্যে সুড়ঙ্গ কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। কালভার্টের নীচে কাঁটাতারের বেড়া না থাকায় রাতে গরু, মোষ চুরি করে নিয়ে যায় ওপারের দুষ্কৃতীরা।”
advertisement
5/7
বাংলাদেশ সীমানা ঘেঁষা ভারতীয় জমিতে মরশুমি শস্য চাষ করে পরিবার চালান ঝরু মহম্মদ। এদিন তিনি বলেন, ‘বাংলাদেশের দুষ্কৃতীরা জমির ফসল চুরি করে নিয়ে যায়। জমিতে ধান পাকতে শুরু করলেই ওরা রাতের অন্ধকারে জমি থেকে ধান কেটে নিয়ে যায়।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিজিবির (BGB) প্রচ্ছন্ন মদতেই এমন ঘটনাগুলি ঘটছে।
advertisement
6/7
এই বিষয়ে বিএসএফের এক আধিকারিক বলেন, ‘শুধু হেমতাবাদেই নয়, সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কাঁটাতার বিহীন এলাকায় কাঁটাতার লাগাতে দিচ্ছে না বাংলাদেশি দুষ্কৃতী ও বিজিবি।
advertisement
7/7
ওরা ইচ্ছাকৃতভাবে বিএসএফের সঙ্গে গন্ডগোল পাকিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে। যখন বিএসএফের আধিকারিক ও জওয়ানরা এই গন্ডগোল সামলাতে ব্যস্ত থাকে, সেই ফাঁকে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশ করানোর চেষ্টা চলছে।’
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
India Bangladesh news: বাংলাদেশ সীমান্তে নদীর কাছে রহস্যজনক গর্ত, কাছে যেতেই ঘুম উড়ে গেল বাসিন্দাদের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল