TRENDING:

Bangla News: কুয়োতে জলের বদলে উঠছে এটা কী? দেখেই চক্ষু চড়কগাছ, ছুটলেন আধিকারিকরা

Last Updated:
Bangla News: এই পরিস্থিতিতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের উত্তরবঙ্গ হেড অফিসের এক আধিকারিক , মাল থানার আইসি সৌম্যজিৎ মৌল্লিক এবং ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ বিধানপল্লী এলাকায় এসে পরিস্থিতি সরেজমিনে দেখেন।
advertisement
1/5
কুয়োতে জলের বদলে উঠছে এটা কী? দেখেই চক্ষু চড়কগাছ, ছুটলেন আধিকারিকরা
ওদলাবাড়ির কুয়োর জলে তেল! বিপাকে বিধানপল্লীর মানুষ,পরিদর্শনে এলেন অয়েল ইন্ডিয়ার আধিকারিক! ওদলাবাড়ির বিধানপল্লী এলাকায় কুয়োর জলে তেলের গন্ধ ও তেল ভাসতে দেখা যাচ্ছে। ফলে সেই জল আর ব্যবহার করা যাচ্ছে না। এলাকার অনেকেই এখন পিএইচই-র জল ব্যবহার করছেন।
advertisement
2/5
এই সমস্যা প্রথম শুরু হয় প্রায় তিন বছর আগে। তখন কয়েকটি বাড়ির কুয়োর জলে তেল পাওয়া যায়। স্থানীয়দের সন্দেহ, বাড়ির পাশে থাকা অয়েল ইন্ডিয়া লিমিটেড কোম্পানির তেলের পাইপলাইন থেকে তেল লিক হয়ে মাটির নিচের জলের সঙ্গে মিশে যাচ্ছে।
advertisement
3/5
সংস্থার পক্ষ থেকে তখন কুয়োর জল পাম্প করে তেল তোলা হয় এবং কিছু বাড়িতে বিকল্পভাবে গভীর নলকূপ বসানো হয়। কিন্তু তারা পাইপলাইন লিকের কথা মানেনি।এখন আরও বেশি বাড়ির কুয়োয় তেল পাওয়া যাচ্ছে। মানুষ দুশ্চিন্তায় পড়েছেন, যদি পুরো পাড়ার জল এমন হয়ে যায়!
advertisement
4/5
এই পরিস্থিতিতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের উত্তরবঙ্গ হেড অফিসের এক আধিকারিক , মাল থানার আইসি সৌম্যজিৎ মৌল্লিক এবং ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ বিধানপল্লী এলাকায় এসে পরিস্থিতি সরেজমিনে দেখেন।অয়েল ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি বিশেষজ্ঞদের একটি দল এসে তদন্ত শুরু করবে।
advertisement
5/5
কোম্পানির আধিকারিক কুনাল গুরুঙ বলেন, “আমরা উৎস খুঁজে বের করার চেষ্টা করছি। যতদিন না সমাধান হচ্ছে, ততদিন বাসিন্দাদের পানীয় জল নিয়ে যেন সমস্যা না হয়, সেটা দেখা হচ্ছে।”স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়—এবার যেন দ্রুত সমস্যার স্থায়ী সমাধান হয়!
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Bangla News: কুয়োতে জলের বদলে উঠছে এটা কী? দেখেই চক্ষু চড়কগাছ, ছুটলেন আধিকারিকরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল