Bangla News | Jalpaiguri: তিস্তার পারে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন, জলপাইগুড়ি শহরে অবিশ্বাস্য দৃশ্য! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangla News Jalpaiguri: রবিবার দুপুরে জলপাইগুড়ি শহরে তিস্তা নদীর পার থেকেই দেখা গিয়েছে এমন অপরূপ দৃশ্য। নীল পাহাড় যেন খুব কাছে এসে পড়েছে শহরের।
advertisement
1/5

শেষ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গ-সহ গোটা রাজ্যে। পুজোর আগে এমন বৃষ্টিতে বাজার মাটি হচ্ছে ছুটির দিনে। তবে এরই মধ্যে অবিশ্বাস্য কাণ্ড উত্তরের জলপাইগুড়ি শহরে। রবিবার শহরে বসেই পরিষ্কার আকাশে দেখা গেল হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের পাহাড়। শহরবাসীর মনে প্রশ্ন, তবে কি পাহাড় আরও কাছে চলে এল?
advertisement
2/5
রবিবার দুপুরে জলপাইগুড়ি শহরে তিস্তা নদীর পার থেকেই দেখা গিয়েছে এমন অপরূপ দৃশ্য। নীল পাহাড় যেন খুব কাছে এসে পড়েছে শহরের। নদীর ওপারেই নীল পাহাড়ে অপেক্ষা।
advertisement
3/5
করোনাকালের পর ফের এমন অবিশ্বাস্য দৃশ্য দেখে তিস্তার পারে (স্পারে) ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।
advertisement
4/5
কেউ মোবাইল নিয়ে কেউ বা ক্যামেরায় সেই দৃশ্য বন্দি করেছেন। সেপ্টেম্বর মাসের শেষের দিকে পাহাড়ের এমন আচমকা দেখা পাওয়ায় খুশি পর্যটক থেকে সাধারণ মানুষ।
advertisement
5/5
করোনার দাপটে লকডাউনের সময় উত্তরবঙ্গের ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে কাঞ্চন-দর্শন হয়েছিল। তা নিয়ে খবরও হয় সেই সময়। এবার ফের সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই এমন নয়নাভিরাম দৃশ্য জলপাইগুড়ি শহরে। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি ভাইরাল হয়েছে। (ছবি সৌজন্যে-- দেবায়ন নাগ)