TRENDING:

Bangla News : ভিনরাজ্যে গিয়ে আচমকা উধাও ছেলে! আজ 'নাটকীয়' মিলন পিতা-পুত্রের, আনন্দে চোখে জল...

Last Updated:
Bangla News : নাবালক ছেলেকে (Minor Found) হারিয়ে ফেলেছিলেন ভিন রাজ্যে গিয়ে। দীর্ঘদিন চলছিল খোঁজ।
advertisement
1/7
ভিনরাজ্যে গিয়ে আচমকা উধাও ছেলে! আজ 'নাটকীয়' মিলন পিতা-পুত্রের, আনন্দে চোখে জল...
কাছের মানুষ হারিয়ে গেলে যেন এক ঝড় বয়ে যায় জীবনের মধ্যে দিয়ে। প্রতি মুহূর্ত মনে হয় কয়েক যুগ। আর সে যদি সন্তান হয়, তবে আরও নিদারুণ হয়ে ওঠে সেই বিচ্ছেদের যন্ত্রনা। এমনই এক লম্বা সময়ের বিচ্ছেদের পরে নিজের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেলেন পিতা (Lost Minor Found)।নাবালক ছেলেকে হারিয়ে (Bangla News) ফেলেছিলেন ভিন রাজ্যে গিয়ে। এবার তারই খোঁজ পেলেন পুলিশি সক্রিয়তায়।
advertisement
2/7
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) গোয়ালপোখরে  (Bangla News)। আজ প্রায় দু'মাস টানা নিখোঁজ থাকার পর অবশেষে নাবালক ছেলেকে খুঁজে পেল পরিবার।
advertisement
3/7
ছেলেকে পেয়ে আনন্দে চোখে জল অসহায় বাবার (Lost Minor Found)। উদ্ধার হওয়া কিশোরকে ইসলামপুর আদালতে পেশ করল গোয়ালপোখর থানার পুলিশ। সেখান থেকেই ছেলেকে বাড়ি ফিরিয়ে (Lost Minor Found) নিয়ে গেলেন বাবা।
advertisement
4/7
জানা গিয়েছে, ১৩ বছরের ছেলে আনোয়ারকে (Bangla News) সঙ্গে নিয়ে গত ১৩ জুলাই বিহারের কিষানগঞ্জে Bihar Kisanganj) কাজে গিয়েছিলেন জিয়াবুল হক। গোয়ালপোখর থানার চুরাকুট্টি গ্রামের বাসিন্দা জিয়াবুল কিষাণগঞ্জের একটি দোকানে ছেলেকে খাওয়ানোর সময় হঠাৎ করে উধাও ((Lost Minor Found) হয়ে যায়। অনেক খোঁজাখুজি করার পরেও তার সন্ধান না পাওয়া যায় নি।
advertisement
5/7
ছেলে নিখোঁজের ঘটনায় (Lost Minor Found) গোয়ালপোখর থানায় একটি অভিযোগ দায়ের করেন পিতা জিয়াবুল। জলপাইগুড়ি রেল ষ্টেশনে এক কিশোরকে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। পুলিশ সন্দেহজনকভাবে ঘুরতে দেখেই তাকে আটক করে।
advertisement
6/7
পরে রেল পুলিশের তরফ থেকে উদ্ধার হওয়া কিশোরকে জলপাইগুড়ি থানার গুড়িহোমে পাঠয়ে দিয়েছিল। গোয়ালপোখর থানার পুলিশ তদন্তে নেমে সেই কিশোরের সন্ধান পায়। উদ্ধার হওয়া কিশোরের বাবা জিয়াবুল হক হোমে গিয়ে ছেলেকে সনাক্ত করেন।
advertisement
7/7
গোয়ালপোখর থানার পুলিশ হোম থেকে উদ্ধার হওয়া কিশোরকে নিয়ে আসে। রবিবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। দীর্ঘ দুই মাস অপেক্ষা আর বহু খোঁজাখুঁজির পর ছেলেকে কাছে পেয়ে খুশীর অশ্রু আর ধরে রাখতে পারেননি বাবা জিয়াবুল হক। ছেলে ফিরিয়ে দেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানান তিনি। উত্তম পাল
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Bangla News : ভিনরাজ্যে গিয়ে আচমকা উধাও ছেলে! আজ 'নাটকীয়' মিলন পিতা-পুত্রের, আনন্দে চোখে জল...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল