Bolla Kali 2025: কেজি কেজি সোনার গয়নায় সেজেছেন মা! দিনাজপুরের ঐতিহ্য বোল্লা রক্ষাকালী পুজোয় ভক্তের ঢল, আপনিও দর্শন নিন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Bolla Kali Puja 2025: সোনা-রুপোর পাশাপাশি হীরের অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে সারে সাত হাত বোল্লা কালীকে। দেবীর অঙ্গে প্রায় ২৩ কেজি সোনার অলংকার রয়েছে। আগত দর্শনার্থীদের পুজো গ্রহণ করার জন্য মোট ৩৫ জন পুরোহিত এক নাগারে কাজ করে চলেছেন।
advertisement
1/6

রাস মেলার পর উত্তরবঙ্গের অন্যতম দ্বিতীয় বৃহত্তম উৎসব হল বোল্লা কালীর মেলা। দিনাজপুরের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য এই পুজো। দক্ষিণ দিনাজপুরের জেলা শহর বালুরঘাট থেকে সামান্য দূরত্বে অবস্থিত বোল্লা গ্রাম।(সুস্মিতা গোস্বামী)
advertisement
2/6
উত্তরবঙ্গের যে সমস্ত বড় পুজো ও মেলা রয়েছে তাদের মধ্যে অন্যতম বোল্লা কালীর মেলা। কোচবিহারের রাস, মালদহের রামকেলি, জলপাইগুড়ির জল্পেশ, উত্তর দিনাজপুরের স্বামীনাথের মেলার সঙ্গে একই সঙ্গে উচ্চারিত হয় বোল্লা কালীর পুজো ও মেলার নাম।
advertisement
3/6
সোনা-রুপোর পাশাপাশি হীরের অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে সারে সাত হাত বোল্লা কালীকে। দেবীর শরীরে প্রায় ২৩ কেজি সোনার অলংকার রয়েছে। আর রুপোর অলংকার মিলিয়ে মোট রয়েছে প্রায় ৩২ কেজির গয়না।
advertisement
4/6
ইতিহাসের উজানে পাড়ি দিলে এই পুজো এবং মেলা সম্পর্কে নানা তথ্য উঠে আসে। হীরেন্দ্র নারায়ণ সরকার "শক্তিতত্ব ও বোল্লা শ্রী শ্রী রক্ষাকালী পুজোর ইতিহাস ও মাহাত্ম্য" গ্রন্থে এই পুজো বাণগড়ের বাণরাজার সমসাময়িক বলে উল্লেখ করেছেন।
advertisement
5/6
সুপ্রাচীন এই পুজোয় জেলার বিভিন্ন প্রান্তের মানুষ তথা বিভিন্ন রাজ্য ও প্রতিবেশী দেশ থেকেও প্রচুর দর্শনার্থী আসেন। শুধু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা নয়, দক্ষিণবঙ্গ, এমনকি রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্য থেকেও পুণ্যার্থীরা আসেন পুজো ও মেলা দেখতে।
advertisement
6/6
পুজো উদ্যোক্তা থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলেই মনে করছেন, এবার রেকর্ড সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ঘটবে। পুজোকে কেন্দ্র করে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে বোল্লা মন্দির চত্বরে।(সুস্মিতা গোস্বামী)