১২ বছর বয়সী কিশোরের হাতের জাদু... হতবাক প্রতিবেশী, শিক্ষকেরা! বানিয়ে ফেলেছে বিশ্বকর্মা প্রতিমা
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বয়স মাত্র ১২ বছর। জানা গিয়েছে, মূর্তি তৈরির সরঞ্জাম কিনে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে সোনাইকে সহযোগিতা করেন তাঁর পরিবারের সদস্যরা।
advertisement
1/5

বালুরঘাট ব্লকের অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের এই ক্ষুদে বর্তমানে ব্যস্ত একের পর এক প্রতিমা গড়ার কাজে। জানা গিয়েছে, ছোট্ট এই শিল্পীর বানানো প্রতিমাকেই পুজো করবে পরিবার।সুস্মিতা গোস্বামী
advertisement
2/5
বয়স মাত্র ১২ বছর। জানা গিয়েছে, মূর্তি তৈরির সরঞ্জাম কিনে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে সোনাইকে সহযোগিতা করেন তাঁর পরিবারের সদস্যরা।সুস্মিতা গোস্বামী
advertisement
3/5
এবিষয়ে ক্ষুদে শিল্পী সোনাই দাস জানান, ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি ক্ষুদে শিল্পী সোনাই মাটির তৈরি নানা সামগ্রী বানাতে ভালবাসত। এরপরেই নজরে আসে ইউটিউবে প্রতিমা তৈরি।এরপরেই যেমন ভাবনা অমনি কাজ।সুস্মিতা গোস্বামী
advertisement
4/5
আর সেই থেকেই তাঁর অদম্য ইচ্ছে একদিন সে নিজেও বিভিন্ন দেবদেবীর মূর্তি গড়বে মাটি দিয়ে। আর সেই স্বপ্নই পূরণ করছে সে নিজে। বানিয়ে ফেলেছে কালী, গোপাল, সরস্বতী, বিশ্বকর্মার মূর্তি।সুস্মিতা গোস্বামী
advertisement
5/5
ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে তাঁর কাজ প্রশংসা পাচ্ছে। প্রতিমা তৈরির নেশার ক্ষেত্রে পরিবারেরও পূর্ণ সমর্থন রয়েছে। প্রতিমার কাঠামো থেকে শুরু করে কাপড় পরানো, অলংকার সহ চক্ষুদানও হচ্ছে ক্ষুদে শিল্পীর একা হাতে।