TRENDING:

হস্তি শাবকের মৃ*ত্যু, কবরস্থ করার চেষ্টা খোদ হাতিদের? বন্যপ্রাণীর আচরণ অবাক করছে সকলকে

Last Updated:
হস্তি শাবকের দেহ মিলল বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্বের উত্তর রায়ডাক রেঞ্জের অন্তর্গত কার্তিকা চা বাগানে। ভোরে স্থানীয়রা লক্ষ্য করেন একটি হস্তি শাবকের দেহ কার্তিকা চা বাগানের নালায় মাটি চাপা অবস্থায় পড়ে রয়েছে। 
advertisement
1/5
হস্তি শাবকের মৃ*ত্যু, কবরস্থ করার চেষ্টা খোদ হাতিদের? বন্যপ্রাণীর আচরণ অবাক করছে সকলকে
<strong>আলিপুরদুয়ার, অনন্যা দে</strong>: হস্তি শাবকের দেহ মিলল বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্বের উত্তর রায়ডাক রেঞ্জের অন্তর্গত কার্তিকা চা বাগানে। এদিন, রবিবার ভোরে স্থানীয়রা লক্ষ্য করেন একটি হস্তি শাবকের দেহ কার্তিকা চা বাগানের নালায় মাটি চাপা অবস্থায় পড়ে রয়েছে।
advertisement
2/5
বৃষ্টির কারণে গোটা এলাকাটি কর্দমাক্ত অবস্থায় ছিল। ওই কাদায় মিলেছে একাধিক হাতির পায়ের চিহ্ন। আর আনুমানিক এক মাস বয়সের পুরুষ হস্তি শাবকটিকে ওই কাদার মধ্যে কবরস্থ করার চেষ্টা করেছিল দলের সদস্যরা।
advertisement
3/5
রীতিমতো শুঁড় ও দাঁত দিয়ে মাটি খুঁড়ে তাকে মাটি চাপা দেওয়া হয়েছে। এমনিতে হস্তি সমাজে কোনও শাবক অসুস্থ হয়ে পড়লে তাকে ত্যাগ করে দল। এটি তাঁদের নিয়ম।
advertisement
4/5
কিন্তু আচমকা কোনও শাবকের মৃত্যু হলে, তার দেহটি কখনওই হাতির দল অন্য বন্যপ্রাণীদের মতো প্রকৃতিতে ফেলে রাখে না। বরং তাকে মাটি চাপা দিয়ে প্রকৃতিতে বিলীন হওয়ার সুযোগ করে দেয়।
advertisement
5/5
বনকর্মীদের মতে চারটি পা উপরের দিকে ছিল শাবকটির। তাতেই বনকর্তাদের অনুমান, কোনও কারণে হস্তি শাবকটির মৃত্যু ঘটায় তাকে অবহেলায় ফেলে যায়নি দল। বরং শ্রদ্ধার সঙ্গে ওই শাবকের শেষকৃত্য করেছে দল।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
হস্তি শাবকের মৃ*ত্যু, কবরস্থ করার চেষ্টা খোদ হাতিদের? বন্যপ্রাণীর আচরণ অবাক করছে সকলকে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল