TRENDING:

বাড়ির উঠোনের কিলবিল করছে ডজন ডজন গোখরো সাপ! কয়েকঘণ্টার চেষ্টায় উদ্ধার করল বনদফতর

Last Updated:
advertisement
1/5
বাড়ির উঠোনের কিলবিল করছে ডজন ডজন গোখরো সাপ! কয়েকঘণ্টার চেষ্টায় উদ্ধার করল বনদফতর
*রায়গঞ্জ একটি বড় গোখরো সাপ-সহ ২৫ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করল পশু প্রেমী সংগঠন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ  বাসুদেবপুর গ্রামে।এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উদ্ধার হওয়া সাপগুলিকে বনদফতর হাতে তুলে দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
2/5
*স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ এলাকার  বাসুদেবপুর গ্রামের বাসিন্দা জইনুদ্দিন শেখের বাড়িতে একটি গর্তে গোখরো সাপের বাচ্চা বের হতে দেখতে পান জইনুদ্দিনবাবু। এই ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর জেলার পশুপ্রেমি সংগঠনকে।
advertisement
3/5
*খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস-এর সদস্যরা। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় একটি পাঁচ ফুটের গোখরো সাপ-সহ ২৫টি সাপের বাচ্চা উদ্ধার হয়। এছাড়াও ওই গর্ত থেকে আরও কিছু সাপের ডিম উদ্ধার হয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
4/5
*উদ্ধার হওয়া সাপগুলি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস-এর সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, ওই  গর্তে প্রায় ৭০ টি মতো সাপের বাচ্চা ছিল। কিন্তু কিছু সাপের বাচ্চা ওই গর্তের থেকে বেরিয়ে চলে যায়। সংগৃহীত ছবি। 
advertisement
5/5
*ওই পশুপ্রেমির দাবি, আজকাল সাধারণ মানুষ সাপ দেখলে সাপদের মেরে ফেলছে না। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে সাঁপ মারা বন্ধ হয়েছে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
বাড়ির উঠোনের কিলবিল করছে ডজন ডজন গোখরো সাপ! কয়েকঘণ্টার চেষ্টায় উদ্ধার করল বনদফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল