আজ দার্জিলিংয়ে যা হল, এই মরশুমে আগে হয়নি! পর্যচকদের আনন্দের সীমা নেই
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Snowfall at Darjeeling- সন্ধে হতেই শৈলশহরে হালকা শিলা বৃষ্টি সঙ্গে কনকনে ঠান্ডা, ঠান্ডার মরশুমে আচমকা এই শিলাবৃষ্টিতে ছাতা মাথায় দার্জিলিং-এর মল রোডে চুটিয়ে আনন্দ করছে পর্যটকরা।
advertisement
1/5

বছরের শুরুতেই হার কাঁপানো ঠান্ডা শৈল শহর দার্জিলিংয়ে। চলতি সপ্তাহেই শৈল শহরে জারি হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা। সেই অর্থেই সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ শৈলশহর দার্জিলিংয়ে ।
advertisement
2/5
সন্ধে হতেই শিলা বৃষ্টি শৈল শহর দার্জিলিংয়ে আনন্দে মতলেন পর্যটকেরা। অনেক পর্যটক বলছেন, এ যেন মিনি তুষারপাত। আর বৃষ্টি হতেই ঠান্ডার দাপট। কনকনে ঠান্ডায় কাঁপছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা।
advertisement
3/5
ঠান্ডার মরশুমে পর্যটকদের ভিড়ে জমজমাট শৈলশহর দার্জিলিং। বৃষ্টির পরেই হু হু করে কমতে শুরু করেছে পারদ। দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র মল রোড জমজমাট পর্যটকদের ভিড়ে।
advertisement
4/5
ছাতা মাথায় মল রোডে দাঁড়িয়ে ঠান্ডার আমেজ উপভোগ করছে পর্যটকেরা। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং।
advertisement
5/5
একদিকে কনকনে ঠান্ডা অন্যদিকে শিলাবৃষ্টি সঙ্গে ঘন কুয়াশায় এক অন্যরূপে শৈলরানী ধরা দিল পর্যটকদের কাছে। সব মিলিয়ে দারুন আমেজে উত্তরের আবহাওয়া। চুটিয়ে আনন্দ পর্যটকদের।