TRENDING:

North Sikkim: দারুণ দুর্যোগ! উত্তর সিকিমে ভয়াবহ অবস্থা, আটকে বহু পর্যটক, উদ্ধারে তৎপর সেনা

Last Updated:
লোয়ার ওখড়ের সোমবাড়িয়ায় দাওয়া সাঙ্গে শেরপার বাড়ি অবিরাম বৃষ্টির কারণে ধসে পড়ার মুখে। যদিও বাড়িটি থেকে সব বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি, সিকিম-পশ্চিমবঙ্গ সীমানা সংলগ্ন রামাম নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গের সঙ্গে সংযোগকারী এলাকায় সমস্ত অস্থায়ী সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
1/7
দারুণ দুর্যোগ! উত্তর সিকিমে ভয়াবহ অবস্থা, আটকে বহু পর্যটক, উদ্ধারে তৎপর সেনা
সিকিম: তুমুল বৃষ্টিতে একের পর এক ভূমিধস৷ বন্ধ রাস্তা৷ ভেসে গিয়েছে একাধিক সেতু৷ উত্তর সিকিমে এখনও আটকে কয়েকশো পর্যটক৷ সূত্রের খবর, গত রবিবারও উত্তর সিকিম থেকে প্রায় ৩০০ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনা৷
advertisement
2/7
প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের চুঙথাঙে আটকে ছিলেন বহু পর্যটক৷ রবিবার ত্রিশক্তি কর্পসের সেনা অস্থায়ী সেতুর উপরে দিয়ে বিপদসঙ্কুল পথে প্রায় ৩০০ জনকে উদ্ধার করে বলে জানা গিয়েছে৷ পরবর্তীকালে তাঁদের গ্যাংটকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷
advertisement
3/7
আটকে থাকা পর্যটকদের প্রাথমিক ভাবে থাকার জায়গা, খাবার এবং ওষুধপত্র দেয় সেনা৷ ত্রিশক্তি কর্পসের তরফে একটি বিবৃতিতে জানিয়েছে, এই দুর্যোগের পর্বে উত্তর সিকিমে আটকে থাকে প্রায় ৩ হাজার ৫০০ পর্যটককে উদ্ধারে সিকিম প্রশাসনকে সাহায্য করেছে তাঁরা৷
advertisement
4/7
আপাতত, উত্তর সিকিমে যাওয়ার জন্য নতুন করে পারমিট দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে North Sikkim District Collector (DC) হেমকুমার ছেত্রী৷ প্রবল বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত প্রতিবেশী রাজ্য সিকিম৷ পশ্চিম সিকিম জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে৷ ধসের জেরে ভেসে গিয়েছে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সেতুও৷ ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি৷
advertisement
5/7
ভারী বর্ষণের ফলে বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী তিন দিনের জন্য উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে৷ জারি হয়েছে কমলা সতর্কতা।
advertisement
6/7
পেলিং এবং গ্যালশিংয়ের সঙ্গে ডেন্টামের সংযোগকারী রাস্তাটি কালাজ নদী জলে সম্পূর্ণ ভেসে গিয়েছে। নদীগর্ভে চলে গিয়েছে বেশ কয়েকটি কাঁচা বাড়ি, একটি সিমেন্ট ভবন, দুটি শ্মশানের চালা।
advertisement
7/7
লোয়ার ওখড়ের সোমবাড়িয়ায় দাওয়া সাঙ্গে শেরপার বাড়ি অবিরাম বৃষ্টির কারণে ধসে পড়ার মুখে। যদিও বাড়িটি থেকে সব বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি, সিকিম-পশ্চিমবঙ্গ সীমানা সংলগ্ন রামাম নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গের সঙ্গে সংযোগকারী এলাকায় সমস্ত অস্থায়ী সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Sikkim: দারুণ দুর্যোগ! উত্তর সিকিমে ভয়াবহ অবস্থা, আটকে বহু পর্যটক, উদ্ধারে তৎপর সেনা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল