Archery Competition : রাজ্য স্তরে সেরার শিরোপা! জলপাইগুড়ির একের পর এক প্রতিভা মাতিয়ে দিল তীরন্দাজি মঞ্চ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Archery Competition : জলপাইগুড়ির তোরোল পাড়ার পল্লী সংঘ শোভা বাড়ি ক্লাব প্রতিভাবান কিশোর কিশোরীদের খুঁজে এনে প্রশিক্ষণ দেয়। সেখান থেকেই চারজন পেয়েছেন সাফল্য।
advertisement
1/5

ঝাড়গ্রামে অনুষ্ঠিত রাজ্য বিদ্যালয় তীরন্দাজি প্রতিযোগিতায় ঝলসে উঠল জলপাইগুড়ির প্রতিভারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা এলেও পদক তালিকায় শীর্ষে উঠে এল উত্তরবঙ্গের এই জেলার কিশোর কিশোরীরা। <strong>(ছবি ও তথ্য - সুরজিৎ দে)</strong>
advertisement
2/5
অনূর্ধ্ব-১৭ ছেলেদের কম্পাউন্ড ইভেন্টে জলপাইগুড়ির তিতাস বর্মন প্রথম স্থান অর্জন করেছে। একই বিভাগে জেলারই কর্ণদেব রায় চতুর্থ স্থানে পৌঁছেছে। অনূর্ধ্ব-১৪ মেয়েদের বিভাগে সেরা হয়েছে দেবপ্রিয়া সিংহ। অনূর্ধ্ব-১৯ ছেলেদের ইন্ডিয়ান রাউন্ডে প্রথম স্থান দখল করেছে আকাশ রায়, আর দ্বিতীয় হয়েছে শুভজিৎ রায়।
advertisement
3/5
জেলার ক্রীড়া সংসদের সচিব নীলেন্দু রায় জানিয়েছেন, “প্রথম থেকে চতুর্থ স্থান অর্জনকারীরাই রাজ্য বিদ্যালয় দলের হয়ে জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।”
advertisement
4/5
ডুয়ার্স তুরাই অঞ্চলের ছোট গ্রাম থেকে উঠে এসে বড় মঞ্চে প্রতিভা প্রমাণ করে জলপাইগুড়ির কিশোর-কিশোরীরা আবারও দেখাল নতুন প্রজন্মের ক্রীড়াশক্তি।
advertisement
5/5
জলপাইগুড়ির তোরোল পাড়ার পল্লী সংখ শোভা বাড়ি একটি ক্লাব প্রতিভাবান কিশোর কিশোরীদের খুঁজে এনে প্রশিক্ষণ দেয়। এই প্রতিযোগিতায় এই ক্লাবেরই চার জন অংশ নেয় এবং জয় ছিনিয়ে আনে। <strong>(ছবি ও তথ্য - সুরজিৎ দে)</strong>