TRENDING:

Archery Competition : রাজ্য স্তরে সেরার শিরোপা! জলপাইগুড়ির একের পর এক প্রতিভা মাতিয়ে দিল তীরন্দাজি মঞ্চ

Last Updated:
Archery Competition : জলপাইগুড়ির তোরোল পাড়ার পল্লী সংঘ শোভা বাড়ি ক্লাব প্রতিভাবান কিশোর কিশোরীদের খুঁজে এনে প্রশিক্ষণ দেয়। সেখান থেকেই চারজন পেয়েছেন সাফল্য।
advertisement
1/5
জাতীয় মঞ্চের টিকিট পাকা! জলপাইগুড়ির প্রতিভারা দেখাল তীরন্দাজির জাদু
ঝাড়গ্রামে অনুষ্ঠিত রাজ্য বিদ্যালয় তীরন্দাজি প্রতিযোগিতায় ঝলসে উঠল জলপাইগুড়ির প্রতিভারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা এলেও পদক তালিকায় শীর্ষে উঠে এল উত্তরবঙ্গের এই জেলার কিশোর কিশোরীরা। <strong>(ছবি ও তথ্য - সুরজিৎ দে)</strong>
advertisement
2/5
অনূর্ধ্ব-১৭ ছেলেদের কম্পাউন্ড ইভেন্টে জলপাইগুড়ির তিতাস বর্মন প্রথম স্থান অর্জন করেছে। একই বিভাগে জেলারই কর্ণদেব রায় চতুর্থ স্থানে পৌঁছেছে। অনূর্ধ্ব-১৪ মেয়েদের বিভাগে সেরা হয়েছে দেবপ্রিয়া সিংহ। অনূর্ধ্ব-১৯ ছেলেদের ইন্ডিয়ান রাউন্ডে প্রথম স্থান দখল করেছে আকাশ রায়, আর দ্বিতীয় হয়েছে শুভজিৎ রায়।
advertisement
3/5
জেলার ক্রীড়া সংসদের সচিব নীলেন্দু রায় জানিয়েছেন, “প্রথম থেকে চতুর্থ স্থান অর্জনকারীরাই রাজ্য বিদ্যালয় দলের হয়ে জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।”
advertisement
4/5
ডুয়ার্স তুরাই অঞ্চলের ছোট গ্রাম থেকে উঠে এসে বড় মঞ্চে প্রতিভা প্রমাণ করে জলপাইগুড়ির কিশোর-কিশোরীরা আবারও দেখাল নতুন প্রজন্মের ক্রীড়াশক্তি।
advertisement
5/5
জলপাইগুড়ির তোরোল পাড়ার পল্লী সংখ শোভা বাড়ি একটি ক্লাব প্রতিভাবান কিশোর কিশোরীদের খুঁজে এনে প্রশিক্ষণ দেয়। এই প্রতিযোগিতায় এই ক্লাবেরই চার জন অংশ নেয় এবং জয় ছিনিয়ে আনে। <strong>(ছবি ও তথ্য - সুরজিৎ দে)</strong>
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Archery Competition : রাজ্য স্তরে সেরার শিরোপা! জলপাইগুড়ির একের পর এক প্রতিভা মাতিয়ে দিল তীরন্দাজি মঞ্চ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল