TRENDING:

Aneey Dutta: দেশে তৃতীয় লিঙ্গের সেরা সুন্দরী জলপাইগুড়ির বউমা, অ্যানিতে বিভোর সাগ্নিক...

Last Updated:
জলপাইগুড়ির সাগ্নিক চক্রবর্তী জীবনসঙ্গী হিসেবে বেছে নেন অ্যানিকেই। দু'জনের পথ চলাকে নিজেরাই মসৃন করে তুলেছেন সাগ্নিক-অ্যানি জুটি।
advertisement
1/5
দেশে তৃতীয় লিঙ্গের সেরা সুন্দরী জলপাইগুড়ির বউমা, অ্যানিতে বিভোর সাগ্নিক...
শরীর পুরুষ, কিন্তু মনে নারী। শরীরের কাছে মন কি তবে হেরে যাবে? নাহ, বালুরঘাটের অনীক দত্ত বাঁচতে চেয়েছেন নিজের শর্তেই। সমাজের নিন্দা, আপত্তি, চোখ রাঙানিকে উড়িয়ে ২০১৪ সাল থেকে ধীরেধীরে অনীক হয়ে ওঠেন অ্যানি। বিয়েও করেন ২০১৮ সালে। জলপাইগুড়ির সাগ্নিক চক্রবর্তী জীবনসঙ্গী হিসেবে বেছে নেন অ্যানিকেই। দু'জনের পথ চলাকে নিজেরাই মসৃন করে তুলেছেন সাগ্নিক-অ্যানি জুটি। ২০১৯ সালে দেশের মিস ট্রান্স ইন্ডিয়া প্রতিযোগিতার সেরার শিরোপাও পান অ্যানি। বাংলা এবং নিজের জন্য এই পদক বলেই দাবি তাঁর।
advertisement
2/5
আজকের এই জায়গায় পৌঁছতে অবশ্য কম লড়াই করতে হয়নি অ্যানি তথা অনীককে। যখন বুঝতে পেরেছিলেন তিনি আসলে মনে-প্রাণে মহিলা, কিন্তু শারীরিকভাবে পুরুষ, তখন থেকেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে শুরু করেন অনীক। একটা সময় পর সিদ্ধান্ত নেন, বদলে ফেলবেন লিঙ্গ। প্রাথমিক অবস্থায় অবশ্য পরিবার-সমাজ-বন্ধুবান্ধবদের তরফে অনেক প্রতিবন্ধকতা এসেছে। কিন্তু অনীক ছিলেন নিজের সিদ্ধান্তে অনড়।
advertisement
3/5
শেষমেশ ২০১৪ সাল থেকে শুরু হয় অনীকের লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া। টানা দেড় বছর একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনের পর অনীক থেকে জন্ম হয় অ্যানির। এরপর নিজের শর্তে বাঁচতে একটি স্কুলে চাকরি নেন বালুরঘাটের চকভৃগুর অনীক দত্ত তথা অ্যানি। আর ২০১৬ সালে তাঁর আলাপ হয় সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে। স্কুল শিক্ষক সাগ্নিক প্রথম আলাপেই প্রেমে পড়ে যান অ্যানির। সামাজিক ট্যাবুকে নিজেদের সম্পর্কে আঁচ ফেলতে দেননি সাগ্নিক-অ্যানি কেউই। অবশেষে ২০১৮ সালে জলপাইগুড়ির নয়াবস্তির বাসিন্দা সাগ্নিকের সঙ্গে বিয়ে সারেন অ্যানি।
advertisement
4/5
বিয়ে অবশ্য অ্যানির পেশাদারি জীবনে কোনও ছাপ ফেলতে পারেনি। বরং বিয়ের আগে তিনি মডেল হিসেবে যে কাজ শুরু করেছিলেন, স্বামী সাগ্নিকের উৎসাহে তা আরও গতি পায়। আর সেই মডেলিংয়ের সূত্রেই অ্যানি আজ পৌঁছে গিয়েছেন অনেক উপরে। পেয়েছেন দেশের সেরা তৃতীয় লিঙ্গের সুন্দরীর শিরোপা।
advertisement
5/5
এই দীর্ঘ কঠিন পথচলার নিজের শ্বশুরবাড়ির প্রাণভরা আশীর্বাদ পেয়েছেন অ্যানি। তাই তাঁর যাবতীয় সাফল্য তিনি উৎসর্গ করেছেন শ্বশুরবাড়ির প্রিয়জনদেরই। অ্যানির সাফল্য আরও অনেক অ্যানিকে সাহস দিক। মুছে যাক সমস্ত বিভেদ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Aneey Dutta: দেশে তৃতীয় লিঙ্গের সেরা সুন্দরী জলপাইগুড়ির বউমা, অ্যানিতে বিভোর সাগ্নিক...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল