WB Weather Update: কাছে-দূরে সবই ঝাপসা! সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকল আলিপুরদুয়ার, দেখুন শীতের ছবি
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
WB Weather Update: কুয়াশার চাদরে ঢাকল আলিপুরদুয়ার। শীতের প্রথম কুয়াশা দেখা গেল মঙ্গলবার সকালে। বেলা গড়িয়ে গেলেও কমেনি কুয়াশার দাপট।
advertisement
1/5

*আলিপুরদুয়ার, অনন্যা দে: কুয়াশার চাদরে ঢাকল আলিপুরদুয়ার। শীতের প্রথম কুয়াশা দেখা গেল মঙ্গলবার সকালে। বেলা গড়িয়ে গেলেও কমেনি কুয়াশার দাপট।
advertisement
2/5
*সোমবার বিকেলে ভুটান থেকে আবহাওয়ার বড় আপডেট দেওয়া হয়েছিল। মঙ্গলবার এবং আগামী বুধবার ভুটানের থিম্পু, ফুন্টশেলিংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার জেলার বেশ কিছু অংশে দেখা যাবে শৈত্যপ্রবাহ। মঙ্গলবার কুয়াশার পাশাপাশি ঠান্ডা হাওয়ার দাপট লক্ষ্য করা গিয়েছে।
advertisement
3/5
*মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় ফালাকাটা, জয়গাঁ, মাদারিহাট ব্লকের বিভিন্ন এলাকা। ঘন কুয়াশার প্রভাব অত্যাধিক থাকায় খুবই ধীর গতিতে চলছে যানবাহন।
advertisement
4/5
*কুয়াশার জেরে সড়কে দৃশ্যমানতা কম রয়েছে। যার ফলে গাড়িগুলি ধীর গতিতে ও আলো জ্বেলে চলছে। শীতের শুরুতে এমন কুয়াশা দেখে অনুমান করা যাচ্ছে প্রচন্ড শীত এবারে পড়তে চলেছে জেলায়।
advertisement
5/5
*আলিপুরদুয়ার জেলায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে শীতের প্রবেশ ঘটছে জেলায়। শৈত্য প্রবাহের দাপট থেকে যাবে বলে জানা গিয়েছে।