আদিবাসীদের বড় উৎসব করম পুজো! জানেন সবাই, কিন্তু জানেন কী কেন এর হয় আয়োজন?
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
আদিবাসী সমাজের অন্যতম শ্রেষ্ঠ উৎসব করম পুজো। আলিপুরদুয়ার জেলার চা বাগানগুলিতে করম পুজোর আয়োজন করা হয়। এদিন সকালে করম বিসর্জনেও দেখা যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মেতে উঠতে।
advertisement
1/5

<strong>আলিপুরদুয়ার, অনন‍্যা দে</strong>: আদিবাসী সমাজের অন্যতম শ্রেষ্ঠ উৎসব করম পুজো। আলিপুরদুয়ার জেলার চা বাগানগুলিতে করম পুজোর আয়োজন করা হয়। এদিন সকালে করম বিসর্জনেও দেখা যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মেতে উঠতে।
advertisement
2/5

করম পুজোর দিনে বোনেরা তাদের ভাইয়ের জন্য উপোস করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে করম পুজো পালন করা হয়। তারপরের দিন বিসর্জনের আয়োজন হয় স্থানীয় নদীগুলিতে।
advertisement
3/5
করম উৎসবের মূল উদ্দেশ্য হল বোন তার ভাইয়ের সুখ ও সমৃদ্ধির জন্য এই একাদশীর দিন উপোস করেন। পাশাপাশি কৃষিকাজে উন্নতি এবং প্রকৃতির কাছ থেকে ভাল ফসল লাভের জন্য প্রার্থনা করা হয়।
advertisement
4/5
করম পুজো নিয়ে করম ও ধরম রাজার গল্প প্রচলিত রয়েছে আদিবাসী সমাজে। কীভাবে তারা সংকটের মুখে পড়ে এই পুজো করার পর উদ্ধার হয়েছিলেন, সেই গল্প শোনানো হয় এই পুজোতে। করম বিসর্জনের দিন ডিমা নদীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
5/5
এদিন ভোর থেকে করম গাছ নিয়ে আদিবাসী যুবক, যুবতীরা করম গাছ নিয়ে চলে আসেন নদীগুলিতে। শুধু আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা না বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা বিসর্জন দেখতে ভিড় জমান।