২০ শতাংশ বোনাস! পুজোয় বড় ঘোষণার মাঝেই এবার নয়া দাবি চা শ্রমিকদের, জানুন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
চা বাগানের শ্রমিকদের জন্য ২০% বোনাস ঘোষণা করছে রাজ্য সরকার। এবারে বন্ধ চা বাগানের শ্রমিকদেরও ২০ শতাংশ বোনাস দেওয়ার দাবি উঠছে। শ্রম দফতরের কাছে এই দাবি রেখেছে শ্রমিকরা।
advertisement
1/5

<strong>আলিপুরদুয়ার, অনন্যা দে</strong>: চা বাগানের শ্রমিকদের জন্য ২০% বোনাস ঘোষণা করছে রাজ্য সরকার। এবারে বন্ধ চা বাগানের শ্রমিকদেরও ২০ শতাংশ বোনাস দেওয়ার দাবি উঠছে। শ্রম দফতরের কাছে এই দাবি রেখেছে শ্রমিকরা।
advertisement
2/5
উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানের শ্রমিকদের ২০% হারে বোনাস প্রদান করার দাবি প্রথম থেকেই জানিয়ে আসছিল শ্রম সংগঠনগুলি। উত্তরবঙ্গের সমস্ত খোলা এমনকি বন্ধ চা বাগানের শ্রমিকদেরও ২০% পুজো বোনাস দিতে হবে বলে এবারের দাবি। সম্প্রতি তরাই ডুয়ার্সের প্রতিটি চা বাগানের শ্রমিকদের নিয়ে এক বৈঠকের আয়োজন করেছিল বিটিডাব্লুইউ-র শ্রমিক সংগঠন।
advertisement
3/5
গত ২২ অগাস্ট শ্রম দফতর একটি আ্যডভাইজারি বের করা হয়। সেখানে বলা হয়েছে প্রতিটি চা বাগানকে ২০% বোনাস দেওয়া হবে। তবে শুধু সচল রয়েছে এমন চা বাগানগুলি পাবে এই সুবিধা।
advertisement
4/5
এই বিষয়ে বিটিডাব্লুইউ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মনোজ টিগ্গা জানান, " আমরা আগে থেকেই দাবি করে আসছি ২০% বোনাস দেওয়া হোক। এমনকি বন্ধ চা বাগানের শ্রমিকদেরও ২০% বোনাস দেওয়ার দাবি জানাচ্ছি। কেননা বন্ধ চা বাগানের শ্রমিকদের শ্রম দফতর থেকে ১৫০০ টাকা করে প্রতিমাসে ফাউলাই ভাতা প্রদান করা হয়।"
advertisement
5/5
শ্রমিকদের কথায় প্রতিবছর লক্ষ্য করা যায় কয়েকটি রুগ্ন চা বাগানে ছাড় দেওয়া হয়, সেখানকার শ্রমিকদের কম বোনাস দেওয়া হয়। কিন্ত এবছর তা মানবেন না শ্রমিকরা।