Alipurduar News: হড়পা বানে আটকে গেল স্কুল বাস! প্রাণের ঝুঁকি নিয়ে চালক-কন্ডাক্টর যা করলেন, সাহসী পদক্ষেপে বড় বিপদ থেকে রক্ষা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: লাগাতার বৃষ্টির জেরে এদিন বিকেলে নদীতে হড়পা বান দেখা যায়। নদীর জলে আটকে যায় স্কুল বাস। প্রাণের ঝুঁকি নিয়ে বাস বন্ধ করে চালক ও কন্ডাকটর নদীতে নেমে কোনও মতে পাড়ে এসে থানায় ফোন করেন।
advertisement
1/5

 বরাতজোরে বড়সড় বিপদ থেকে রক্ষা! হান্টাপাড়ায় বাঙড়ি নদীতে হঠাৎ হড়পা বানে ফেঁসে যায় একটি স্কুল বাস। যদিও মাদারিহাট থানার পুলিশ দ্রুততার সঙ্গে ক্রেন নামিয়ে বাসটি উদ্ধার করে। বেঁচে গিয়েছেন বাস চালক ও কন্ডাকটর। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
 প্রতিদিনের মতো মাদারিহাটের বিভিন্ন সরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে হল্লাপাড়া গিয়েছিল এই বাসটি। স্কুল পড়ুয়াদের গন্তব্যে পৌঁছে দিয়ে ফেরার পথে ওই গাড়ি হান্টাপাড়ার নদীর জলে আটকে যায়। হাজার চেষ্টা করেও বাস এগোতে পারছিলেন না চালক।
advertisement
3/5
 এরপর প্রাণের ঝুঁকি নিয়ে বাস বন্ধ করে চালক ও কন্ডাকটর নদীতে নেমে কোনও মতে পাড়ে এসে মাদারিহাট থানায় ফোন করেন। এদিকে নদীতে বাস দেখে এলাকাবাসীরা ভিড় জমান।
advertisement
4/5
 বাঙড়ি ভুটান পাহাড়ের নদী। লাগাতার বৃষ্টির জেরে এদিন বিকেলে বাঙড়ি নদীতে হড়পা বান দেখা যায়। ঘটনার প্রায় ২০ মিনিটের মধ্যে ক্রেন নিয়ে চলে আসে পুলিশ।
advertisement
5/5
 ঘটনাস্থলে মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার পৌঁছন। তাঁর তত্ত্বাবধানে নদী থেকে বাস উদ্ধার করা হয়। এদিনের ঘটনার পর বাস চালকের চোখে-মুখে দেখা যায় আতঙ্কের ছাপ। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
