Alipurduar News: নিউ ইয়ারে জলদাপাড়ায় নিউ মেম্বার! জাতীয় উদ্যানে জন্ম নিল একশৃঙ্গ গন্ডার, গুটি গুটি পায়ে জঙ্গলে ঘুরছে শাবক
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Alipurduar Rhino Cub Birth: জলদাপাড়া জাতীয় উদ্যানে খুশির জোয়ার। ইংরেজি নববর্ষে জন্ম নিয়েছে একশৃঙ্গ গন্ডার। জলদাপাড়া জাতীয় উদ্যান গন্ডার সংরক্ষণের জন্য ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
advertisement
1/5

জলদাপাড়া জাতীয় উদ্যানে খুশির জোয়ার। ইংরেজি নববর্ষে জন্ম নিয়েছে একশৃঙ্গ গন্ডার। তাকে নিয়ে উচ্ছ্বসিত বনকর্মী থেকে শুরু করে আধিকারিকরা। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
জঙ্গলে নিয়মিত পর্যবেক্ষণের সময় হাতির টহল দল এই শাবকটিকে দেখতে পায়। তারা দেখেই বুঝে যায় গন্ডারটি সদ্য জন্ম নিয়েছে। এরপরেই আধিকারিকের কাছে খবর পাঠায় তারা।
advertisement
3/5
জলদাপাড়া জাতীয় উদ্যানের নিয়ম অনুসারে, পার্কের নিবিড় ব্যবস্থাপনা ও সংরক্ষণ কর্মসূচির অংশ হিসাবে প্রতিটি নবজাতক গন্ডারকে পদ্ধতিগতভাবে রেকর্ড, গণনা এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এটি শাবক এবং মা উভয়েরই সময়মতো সুরক্ষা এবং ক্রমাগত পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়েছে।
advertisement
4/5
নববর্ষে জন্ম নেওয়া একশৃঙ্গ গন্ডার শাবক সুস্থ বাস্তুতন্ত্রের একটি ইতিবাচক সূচক এবং জলদাপাড়া জাতীয় উদ্যানে পরিচালিত গন্ডার সংরক্ষণ প্রচেষ্টার প্রতিফলন। জলদাপাড়া জাতীয় উদ্যান গন্ডার সংরক্ষণের জন্য ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
advertisement
5/5
গত বছর অক্টোবর মাসের বন্যা পরিস্থিতিতে তোর্ষা নদীর জলে অনেকগুলি গন্ডার ভেসে যায়। পরবর্তীতে সেগুলিকে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে আনা হয়। গন্ডারের জন্ম হওয়ার কারণে আনন্দিত সকলেই। প্রতিটি গন্ডারের উপর নজর রাখা হচ্ছে। (ছবি ও তথ্য: অনন্যা দে)