TRENDING:

Alipurduar News: শীতঘুমে যাওয়ার আগে বাংলার সবথেকে বিষধর সাপের 'ইচ্ছে' পূরণ হল না! লোভের বশে লোকালয়ে এসেই পড়ল মুশকিলে

Last Updated:
Cobra Snake : শীতঘুম যাওয়ার আগে ইঁদুর, মুরগির ছানার লোভে লোকালয়ে হাজির হলেও, একেবারে এলাকায় পাকাপাকি থেকে যাওয়ার ইচ্ছে আর পূরণ হল না ইন্ডিয়ান কোবরা সাপের।
advertisement
1/5
শীতঘুমে যাওয়ার আগে বাংলার সবথেকে বিষধর সাপের 'ইচ্ছে' পূরণ হল না!
কালচিনি, অনন্যা দে: শীতঘুম যাওয়ার আগে ইঁদুর, মুরগির ছানার লোভে লোকালয়ে হাজির হলেও, একেবারে এলাকায় পাকাপাকি থেকে যাওয়ার ইচ্ছে আর পূরণ হল না ইন্ডিয়ান কোবরার।অবশেষে বনকর্মীরা এসে উদ্ধার করে নিয়ে গেল সেটিকে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে জয়গাঁ সংলগ্ন দলসিংপাড়া এলাকায়।
advertisement
2/5
কিছুদিন ধরে এই এলাকায় দেখা যাচ্ছিল এই বিশালাকার সাপটিকে। তবে কখন, কোথায় চলে যাচ্ছিল কেউ বুঝে উঠতে পারছিলেন না। এর আগেও একদিন বনকর্মীরা এসে এলাকা দিয়ে ঘুরে যায়। তবে সাপটিকে উদ্ধার করা যায়নি।
advertisement
3/5
অবশেষে গতকাল রাতে এলাকার এক বাড়িতে সন্ধ্যার থেকে আশ্রয় নিয়েছিল সাপটি। এলাকাবাসীরা এরপর খবর দেয় জলদাপাড়া বন বিভাগের নীলপাড়া রেঞ্জ অফিসে। খবর পাওয়ার কিছুক্ষনের মধ্যেই বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীদের তরফে জানা যায়, সাপটি ইন্ডিয়ান কোবরা প্রজাতির।
advertisement
4/5
বনকর্মীদের তরফে জানা যায়, এই সাপের গায়ের রং অনেক ক্ষেত্রে হালকা হলুদ আবার কিছু ক্ষেত্রে গাঢ় হলুদ রঙের হয়। প্রাপ্ত বয়স্ক সাপ হলে ৩ ফিট লম্বা হয়। পশ্চিমবঙ্গ-এর সবচেয়ে বিষাক্ত সাপ এটি।
advertisement
5/5
ইন্ডিয়ান কোবরা একটি মাঝারি আকারের, ভারী দেহের প্রজাতি। এই কোবরা প্রজাতিটিকে সহজেই এর অপেক্ষাকৃত বড় ফণা দ্বারা চিহ্নিত করা যায়, যা হুমকির মুখে পড়লে প্রসারিত হয়।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Alipurduar News: শীতঘুমে যাওয়ার আগে বাংলার সবথেকে বিষধর সাপের 'ইচ্ছে' পূরণ হল না! লোভের বশে লোকালয়ে এসেই পড়ল মুশকিলে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল