নদীতে স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরেনি ছেলে, দু'দিন পর গদাধরের জলে...! ভরদুপুরে এমন দৃশ্য দেখে নাওয়া খাওয়া ঘুচল পরিবারের
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Youth Dies Drowning in River: টানা বৃষ্টিতে বেড়েছে গদাধর নদীর জল। সেই জলে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল ১৩ বছরের এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া আলিপুরদুয়ারে।
advertisement
1/5

<strong>আলিপুরদুয়ার,অনন‍্যা দে:</strong> নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া আলিপুরদুয়ারে। টানা বৃষ্টিতে বেড়েছে গদাধর নদীর জল।
advertisement
2/5
জানা যায়, মৃত কিশোরের নাম রাজদীপ দেবনাথ। সোমবার দুপুরে এলাকাবাসীরা পশ্চিম বড় চৌকির গোলাবাড়ি এলাকায় নদীর জলে মৃত কিশোরের দেহ ভাসতে দেখেন। তারপরে খবর দেওয়া হয় পুলিশে। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
3/5
মৃত রাজদীপের বয়স মাত্র ১৩ বছর। সে এলাকার বাসিন্দা নিত্যানন্দ দেবনাথের একমাত্র ছেলে ছিল। শনিবার দুপুরের পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
4/5
সে শনিবার দুপুরে বাড়ি থেকে বেরোনোর সময় বলে গিয়েছিল গদাধর নদীতে স্নান করতে যাচ্ছে। ছেলেকে না পেয়ে থানার দারস্থ হয় তার বাবা। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
5/5
এরপর গদাধর নদীতে নামানো হয় সিভিল ডিফেন্স কর্মীদের। স্পিড বোট চালানো হয়। তারপরেই এলাকা থেকে একটু দূরে ওই নদীতেই তার দেহ ভাসতে দেখা যায়। তার মৃত্যুতে শোকে পাথর সকলে। (ছবি ও তথ্য: অনন্যা দে)