Alipurduar News: বাড়ি থেকে টেনে নিয়ে যাচ্ছিল হাঁস, মুরগি! বন দফতর খাঁচা পাততেই খেল খতম, ডিমডিমা চা বাগান থেকে ফের লেপার্ড উদ্ধার
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Alipurduar News: এলাকায় আরও লেপার্ড রয়েছে বলে জানাচ্ছেন বাসিন্দারা। তাঁরা লেপার্ডের ছানা দেখেছেন এলাকায়। এই বাগানে লেপার্ড বংশ বিস্তার করেছে বলে জানিয়েছেন তাঁরা। বিষয়টি দেখছে বন দফতর।
advertisement
1/5

এক সপ্তাহের মধ্যে দু'বার। একই জায়গা থেকে খাঁচাবন্দি হল লেপার্ড। ডিমডিমা চা বাগানে এখনও আতঙ্ক কমছে না। এই বাগানের বাসিন্দাদের দাবি আরও লেপার্ড রয়েছে বাগানে। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
গতকাল রাতে ডিমডিমা চা বাগানের নীচ লাইন এলাকায় বন দফতরের পাতা খাঁচায় পূর্ণবয়স্ক লেপার্ডটি বন্দি হয়। বেশ কিছুদিন ধরে এই চা বাগানে লেপার্ডের আনাগোনা বেড়েছিল। বাগানের এই স্থান থেকে এক সপ্তাহ আগেও একটি লেপার্ড উদ্ধার হয়।
advertisement
3/5
লেপার্ড এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে হাঁস, মুরগি টেনে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। বাসিন্দারা বন দফতরকে বিষয়টি জানালে, বন দফতরের তরফ থেকে এই চা বাগানে নীচ লাইনে খাঁচা বসানো হয়।
advertisement
4/5
এবার সেই খাঁচায় বন্দি হচ্ছে লেপার্ড। এদিন সকালে লেপার্ড দেখে বাসিন্দারা বন দফতরে খবর দেন। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে খাঁচাবন্দি লেপার্ড উদ্ধার করে নিয়ে যান।
advertisement
5/5
তবে শুধু এগুলিই নয়, এলাকায় আরও লেপার্ড রয়েছে বলে জানাচ্ছেন বাসিন্দারা। তাঁরা লেপার্ডের ছানা দেখেছেন এলাকায়। এই বাগানে লেপার্ড বংশ বিস্তার করেছে বলে জানিয়েছেন তাঁরা। বিষয়টি বন দফতর দেখছে। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)