বিরামহীন বৃষ্টির জেরে পানা নদীতে হড়পা বান! ছিন্ন হল ডুয়ার্স ও আলিপুরদুয়ারের যোগাযোগ, ভয়ঙ্কর পরিস্থিতি
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Harpa Ban in Pana River: পানা নদী বয়ে যায় সেন্ট্রাল ডুয়ার্স এলাকা দিয়ে। এই এলাকায় প্রায় ৭০ হাজার মানুষের বসবাস। হড়পা বানের কারণে স্কুল, কলেজ পড়ুয়া-সহ ক্ষতি হল বহু মানুষের।
advertisement
1/5

<strong>কালচিনি, অনন্যা দে:</strong> সেন্ট্রাল ডুয়ার্স থেকে আলিপুরদুয়ারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। গতকাল থেকে টানা বৃষ্টির কারণে পানা নদীতে দেখা গিয়েছে হড়পা বান। এই পরিস্থিতি দেখে ভীত এলাকাবাসীরা। এর আগে পানা নদীতে এমন পরিস্থিতি দেখা যায়নি।
advertisement
2/5
ভুটান পাহাড়ে বৃষ্টি ও এলাকার বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে পানা নদী। রাধারানী এলাকায় পানা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর দু'পাশে আটকে রয়েছে প্রচুর গাড়ি ও মানুষ। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
3/5
পানা নদী মূলত ভুটান পাহাড়ের নদী। ভুটান পাহাড়ে বৃষ্টি হলে এই নদী জলে ভরে ওঠে। পানা নদীর ওপর সেতু নেই। যার ফলে পারাপারে যথেষ্ট সমস্যা হয়। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
4/5
পানা নদী বয়ে যায় সেন্ট্রাল ডুয়ার্স এলাকা দিয়ে। এই এলাকায় প্রায় ৭০ হাজার মানুষের বসবাস। হড়পা বানের কারণে স্কুল, কলেজ পড়ুয়া-সহ ক্ষতি হল বহু মানুষের। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
5/5
হড়পা বানের কারণে দেখা গিয়েছে এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা। একবার গ্রামে জল ঢুকে গেলে বন্যা পরিস্থিতি তৈরি হবে। প্রানহানির আশঙ্কা রয়েছে এলাকাবাসীদের মনে। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)