Alipurduar News: ছটপুজোর পরে গঙ্গা স্নানের আয়োজন কালচিনির বাসরা ঘাটে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: ছট পুজোর পর গঙ্গা স্নান পালন করা গেল কালচিনির বাসরা নদীতে। আট দিন পর এই স্নান আয়োজিত হয় কালচিনিতে।
advertisement
1/5

ছট পুজোর আট দিন পর ছটব্রতীরা গঙ্গা স্নান করেন। এই নিয়মটি অত্যন্ত পুণ্য রীতি বলে মনে করা হয়। এদিন ভোরে স্থানীয় বাসরা নদীতে স্নান সারতে দেখা যায় ছটব্রতীদের।
advertisement
2/5
সূর্যোদয়ের আগে গঙ্গাস্নান সেরে সূর্য ওঠার অপেক্ষা করতে থাকেন ছটব্রতীরা। সূর্য উঠলেই দেওয়া হয় অর্ঘ্য।
advertisement
3/5
সূর্য দেবকে অর্ঘ্য দেওয়ার পর বিবাহিত মহিলারা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন। প্রসাদ দেন তারা সকলকে।
advertisement
4/5
স্নান সেরে নেওয়ার পর সূর্য অর্ঘ্য দেওয়ার আগে ঘাট পুজো করেন ব্রতীরা। ঘাটে ফুল দেওয়া হয়, জ্বালানো হয় মোমবাতি।
advertisement
5/5
গঙ্গা স্নান নিয়ে পুরোহিত বিনোদ তিওয়ারি জানালেন, " এই গঙ্গা স্থান করতেই হয় ব্রতীদের। না হলে ছট পুজো অসম্পূর্ণ মনে করা হয়। আট দিন পর সাধারণত পূর্ণিমার দিন প্রতিবছর গঙ্গা স্নানের তিথি মেলে। "