TRENDING:

Alipurduar News: স্টলের বেঁচে যাওয়া খাবারে ভরুক কালু, ভুলুদের পেট! বিশ্ব ডুয়ার্স উৎসবে মানবিক উদ্যোগ, ব্যবসায়ীদের দেখাদেখি এগিয়ে এল আমজনতাও

Last Updated:
Alipurduar News: এক ব্যবসায়ী জানান, "ওঁরা ঠিক করে খেতে পায় না। বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়ার থেকে ওঁদের খাইয়ে দেওয়া ভাল মনে করছি আমরা। ওঁরাও লেজ নাড়িয়ে চলে আসে।"
advertisement
1/5
স্টলের বেঁচে যাওয়া খাবারে ভরুক কালু, ভুলুদের পেট! বিশ্ব ডুয়ার্স উৎসবে মানবিক উদ্যোগ
বিশ্ব ডুয়ার্স উৎসবে মানবিক ছবি। স্টলের বেঁচে যাওয়া খাবার পথকুকুরদের মধ্যে ভাগ করে দিলেন দোকানের ব্যবসায়ীরা। তাঁদের দেখে খাবার খেতে আসা মানুষেরাও এগিয়ে দিলেন সাহায্যের হাত। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
আলিপুরদুয়ার শহরে বিশ্ব ডুয়ার্স উৎসব শুরু হয়েছে। এই উৎসবকে ঘিরে সব সময় জেলাবাসীর উন্মাদনা লক্ষ্য করা যায়। তবে বর্তমানে জেলায় যথেষ্ট শীতের প্রভাব দেখা যাচ্ছে। তার মাঝেও রাতের বেলা ডুয়ার্স উৎসবে গেলে দেখা যাচ্ছে পথকুকুরদের খাবার খাওয়ানোর ছবি।
advertisement
3/5
উৎসব, অনুষ্ঠান হতে দেখলেই মন ভাল হয়ে যায় পথের কালু, ভুলুদের। যে ক'দিন অনুষ্ঠান চলে সেই ক'দিন আশেপাশে দেখা যায় তাঁদের। তবে অনুষ্ঠান থেকে পেট ভরানোর মতো খাবার পায় না।
advertisement
4/5
তাই তাঁদের যাতে পেট ভরে সেই জন্য খাবারের স্টলের মালিকরা উদ্যোগ নিলেন। তাঁদের দেখাদেখি এগিয়ে এসেছে আমজনতা। সারমেয়দের তাঁরা বেঁচে যাওয়া খাবার দিয়ে দিলেন।
advertisement
5/5
কুশল আচার্য নামের এক খাবার ব্যবসায়ী জানান, "ওঁরা ঠিক করে খেতে পায় না। বেঁচে যাওয়া খাবার ফেলে দেওয়ার থেকে ওঁদের খাইয়ে দেওয়া ভাল মনে করছি আমরা। ওঁরাও লেজ নাড়িয়ে চলে আসে।" (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Alipurduar News: স্টলের বেঁচে যাওয়া খাবারে ভরুক কালু, ভুলুদের পেট! বিশ্ব ডুয়ার্স উৎসবে মানবিক উদ্যোগ, ব্যবসায়ীদের দেখাদেখি এগিয়ে এল আমজনতাও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল