গাড়িতে চা শ্রমিকদের দল, আচমকা বেড়ে গেল নদীর জল! চালকের উপস্থিত বুদ্ধি বাড়ি ফেরাল সকলকে
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
মুষলধারে বৃষ্টির কারণে হঠাৎ করে ঝোড়ায় জল বেড়ে যাওয়ায় সমস্যায় পড়লেন মেচপাড়ার শ্রমিকরা। কোমর অবধি জল নিয়ে বাড়ি ফিরলেন তারা। চোখেমুখে লেগে রয়েছে আতঙ্ক।
advertisement
1/5

মুষলধারে বৃষ্টির কারণে হঠাৎ করে ঝোড়ায় জল বেড়ে যাওয়ায় সমস্যায় পড়লেন মেচপাড়ার শ্রমিকরা। কোমর অবধি জল নিয়ে বাড়ি ফিরলেন তারা। চোখেমুখে লেগে রয়েছে আতঙ্ক। প্রাণের ঝুঁকি নিয়ে ঝোড়ার জল পারাপার করতে দেখা গেল তাঁদের। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
এদিন বিকেলে মেচপাড়া চা বাগান থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সমস্যার সম্মুখীন হন শ্রমিকরা। লাগাতার বৃষ্টির কারণে ভরে ওঠে ঝোড়ার জল। হঠাৎ করে জল বেড়ে যায়। সেই জলেই আটকে যায় তাঁদের বাগানের গাড়ি।
advertisement
3/5
শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ির চালক কী করবেন বুঝে না পেয়ে কোনওক্রমে নেমে শ্রমিকদের গাড়ি থেকে নামান। কোনও রকমে নদী পারাপার করেন তারা। নদীতে এত জল বেড়ে গিয়েছিল যে তারা চলতে পারছিলেন না।
advertisement
4/5
ঝোড়ার জল বেড়ে যাওয়ার কথা জানানো হয় মেচপাড়া চা বাগান কর্তৃপক্ষকে। ঝোড়ার জলে আটকে যাওয়ার গাড়িটি যখন তখন ভেসে চলে যেতে পারে বলে জানানো হয়। পরবর্তীতে ট্রাক্টর পাঠিয়ে বাগানের গাড়িটি জল থেকে বের করা হয়।
advertisement
5/5
মেচপাড়া এলাকার এই ঝোড়ার জল এর আগেও বেড়েছিল। তিন বছর আগে এই জল প্রবেশ করেছিল শ্রমিক মহল্লায়। শ্রমিকদের উদ্ধার করেছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। যা পরিস্থিতি রয়েছে এই ঝোড়ার জল আরও বাড়বে বলে মনে করছেন বাসিন্দারা। (ছবি ও তথ্য: অনন্যা দে)