Alipurduar News: শীতে কুয়াশার দাপট! ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যু রুখতে রেলপথে বিশেষ নজরদারি, নিয়মিত টহল জলদাপাড়া বনকর্মীদের
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Alipurduar News: শীতকালে কুয়াশার কারণে বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া রেলপথ বন্যপ্রাণীদের জন্য বিপজ্জনক। হাতি-সহ অন্যান্য বন্যপ্রাণীর মৃত্যু ঠেকাতে রেলপথ সংলগ্ন জঙ্গলে বিশেষ টহল দিচ্ছেন জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের কর্মীরা।
advertisement
1/5

হাতি-সহ অন্যান্য বন্যপ্রাণীর মৃত্যু ঠেকাতে রেলপথ সংলগ্ন জঙ্গলে বিশেষ টহল দিচ্ছেন জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের কর্মীরা। মাদারিহাট রেঞ্জ এবং নীলপাড়া রেঞ্জ কার্যালয়ের অন্তর্গত রেলপথ সংলগ্ন জঙ্গলে রোজ টহল দিতে দেখা যাচ্ছে বন কর্মীদের। শীত বাড়তে কুয়াশার দাপট দেখা গিয়েছে আলিপুরদুয়ার জেলায়। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
সম্প্রতি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া রেলপথ বন্যপ্রাণীদের জন্য ডেঞ্জার জোন বলে জানিয়েছেন বনকর্তারা। বন্যপ্রাণীদের প্রাণ বাঁচাতে জঙ্গল সংলগ্ন রেলপথের দিকে নজর রাখছেন বনকর্মীরা। বন আধিকারিক-সহ বনকর্মীরা টহল দিচ্ছেন এই পথগুলিতে।
advertisement
3/5
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের সকাল এবং সন্ধ্যায় বন্যপ্রাণী, বিশেষ করে হাতির নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগগুলি সমাধান করার জন্য এই টহল অভিযান চালানো হচ্ছে বলে জানা যায়। বনকর্মীদের দল হাতির করিডোরের সঙ্গে সম্পর্কিত রেলপথের গুরুত্বপূর্ণ স্থানগুলি পরীক্ষা করেছে।
advertisement
4/5
দৃশ্যমানতার মূল্যায়ন করা হচ্ছে। সংবেদনশীল এলাকাগুলি চিহ্নিত করেছেন বন কর্মীরা। রেলপথে হাতির গতিবিধি সম্পর্কে আগাম সতর্কতা প্রদানের জন্য বন বিভাগ এই করিডোরগুলিতে ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে।
advertisement
5/5
অসমে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুতে সজাগ জলদাপাড়া বন বিভাগ। রেলপথে বন্যপ্রাণী, বিশেষ করে হাতির আঘাত এবং মৃত্যু কমাতে নিয়মিতভাবে এই ধরনের টহল অভিযান চলবে বলে জানা যায়। পাশাপাশি বন বিভাগের তরফে রেলকে বন্যপ্রাণ সম্পর্কিত বিষয় দেখার অনুরোধ জানানো হয়েছে।