Illegal Modified Silencer: অন্যের কানে তালা লাগিয়ে বাইক ছোটানোর দিন শেষ! খপ করে ধরছে পুলিশ, আলিপুরদুয়ারে মডিফায়েড সাইলেন্সার দেখলেই অ্যাকশন
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Alipurduar Illegal Modified Silencer: শব্দদূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের। দ্রুতগতির যানবাহন ও মডিফায়েড বাইক সাইলেন্সারের বিরুদ্ধে অভিযান চালানো হল। এই অভিযান আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
advertisement
1/5

শব্দদূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের। দ্রুতগতির যানবাহন ও মডিফায়েড বাইক সাইলেন্সারের বিরুদ্ধে অভিযান চালানো হল। এই অভিযান আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
এরই ধারাবাহিকতায় হাসিমারা ট্রাফিক ইনচার্জের উদ্যোগে মডিফায়েড বাইক সাইলেন্সারের বিরুদ্ধে একটি বিশেষ ড্রাইভ চালানো হয়। এই অভিযানটি পুরনো হাসিমারা এলাকায় পরিচালিত হয়। যেখানে অতিরিক্ত শব্দ সৃষ্টি করা ও ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারী বাইক সাইলেন্সারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়।
advertisement
3/5
অভিযান চলাকালীন ট্রাফিক পুলিশ একাধিক মডিফায়েড বাইক সাইলেন্সার বাজেয়াপ্ত করে। হাসিমারা ট্রাফিক ইনচার্জের মতে, মডিফায়েড সাইলেন্সার শুধু ট্রাফিক নিয়মের লঙ্ঘনই করে এমনটা নয়, এর ফলে শব্দদূষণ বেড়ে যায়। যার কারণে সাধারণ মানুষকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়।
advertisement
4/5
যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার পাশাপাশি অবৈধভাবে মডিফায়েড সাইলেন্সার ব্যবহার না করার জন্য আবেদন জানানো হয় পুলিশের তরফে। বাজেয়াপ্ত করা বাইকের সাইলেন্সারগুলি স্থানীয় এলাকার যুবকদের বলে জানা যায়।
advertisement
5/5
এই অভিযান প্রতিনিয়ত চলবে বলে জানা যায়। শুধু স্থানীয় নয় পাশাপাশি অন্যান্য অঞ্চল থেকে আসা বাইক চালকদের ধরা হয়েছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সকলকে সাবধান করা হয়েছে। (ছবি ও তথ্য: অনন্যা দে)