রেশন সামগ্রীর আড়ালে লরিতে ২ লক্ষ টাকার...! ত্রিপল সরাতেই সব ফাঁস, তারপর যা ঘটল আলিপুরদুয়ারে
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
রেশন সামগ্রীর আড়ালে বহুমূল্য সেগুন কাঠ পাচারের ছক করছিল পাচারকারীরা। আর সেটা বানচাল করল বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। কুমারগ্রাম ব্লকের ঘটনায় চাঞ্চল্য।
advertisement
1/5

<strong>কুমারগ্রাম, অনন্যা দে</strong>: রেশন সামগ্রীর আড়ালে বহুমূল্য সেগুন কাঠ পাচারের ছক করছিল পাচারকারীরা। আর সেটা বানচাল করল বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। কুমারগ্রাম ব্লকের ঘটনায় চাঞ্চল্য।
advertisement
2/5
পাচারের পূর্বে লক্ষাধিক টাকার মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করেছে বন দফতরের কর্মীরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের নর্থ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করে। জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বন দফতরের কর্মীদের কাছে খবর আসে যে এলাকায় একটি বড় গাড়ি করে বিপুল পরিমাণে কাঠ পাচার করা হচ্ছে।
advertisement
3/5
নর্থ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার শ্যামল মন্ডলের নেতৃত্বে বনকর্মীদের একটি দল লালচান্দপুর এলাকায় অভিযান চালিয়ে রায়ডাক মারাখাতাগামী সড়কে গাড়িটিকে আটক করে। বনকর্মীদের দেখে গাড়ি ছেড়ে পালিয়ে যায় পাচারকারীরা।
advertisement
4/5
গাড়ি থেকে ৩ এমকিউ, ১০৫ সিএফটি সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। যার অনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।অসমের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি।
advertisement
5/5
বন দফতর সূত্রে জানা গিয়েছে, গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে। ঘটনার মূল মাস্টারমাইন্ডকে খুঁজে বের করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।