TRENDING:

দাদা চলে ডালে ডালে, তো বোন পাতায় পাতায়! তিরন্দাজিতে আলিপুরদুয়ারের ভাই-বোনের সাফল্যে বাকরুদ্ধ বাবা-মা, জানলে গর্বে বুক ভরে যাবে আপনারও

Last Updated:
তিরন্দাজিতে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরল অরূপ ও অবন্তিকা। ছেলে, মেয়ের সাফল্য দেখে বাকরুদ্ধ তাঁদের বাবা ও মা। পাড়ার সকলে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে এই দুই ভাই, বোনকে।
advertisement
1/5
দাদা চলে ডালে ডালে, তো বোন পাতায় পাতায়! তিরন্দাজিতে আলিপুরদুয়ারের ভাই-বোনের বিরাট সাফল্য
পুজো শুরুর আগেই উৎসব শুরু ফালাকাটার কাদম্বিনী চা বাগানে। তিরন্দাজিতে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরল অরূপ ও অবন্তিকা। ছেলে, মেয়ের সাফল্য দেখে বাকরুদ্ধ তাঁদের বাবা ও মা। পাড়ার সকলে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে এই দুই ভাই, বোনকে। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
আলিপুরদুয়ারের কাদম্বিনী চা বাগানের দ্বাদশ শ্রেণির পড়ুয়া অরূপ কুজুর। ২২ ও ২৩ সেপ্টেম্বর ঝাড়গ্রামে রাজ্য স্কুল গেমসের তিরন্দাজি প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১৯ ছেলেদের বিভাগে রাজ্য চ্যাম্পিয়ন হয় অরূপ। একই প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১৭ বিভাগে রাজ্য স্তরে দ্বিতীয় হয় অরূপের বোন নবম শ্রেণির অবন্তিকা কুজুর।
advertisement
3/5
অরূপ আগে ফালাকাটার রাইচেঙ্গা বিদ্যানিকেতন হাইস্কুলে পড়ত। পঞ্চম শ্রেণী থেকেই তিরন্দাজির প্রতি তার ঝোঁক। প্রথমে ছিল প্রশিক্ষণের অভাব। পরবর্তীতে স্কুল প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করতে করতে ঝাড়গ্রামে এক ব্যক্তির নজরে আসে সে। বছর দুয়েক আগে তিরন্দাজিতে কোচিং নিতে সে ঝাড়গ্রামে যায়। তাই সেখানকার স্কুলে এখন পড়ে সে।
advertisement
4/5
তার বোন রাইচেঙ্গা বিদ্যানিকেতন হাইস্কুলের ছাত্রী। শুক্রবার সকালে দুই ভাইবোন ট্রেনে চেপে ফালাকাটা স্টেশনে পৌঁছতেই শুভেচ্ছা জানানো শুরু হয়। কাদম্বিনী চা বাগানের ঝংকার ক্লাবের মাঠে তাদের তিরন্দাজির প্র‍্যাক্টিসের শুরু।
advertisement
5/5
কাদম্বিনী চা বাগানের ঝংকার ক্লাবের মাঠে তাদের তিরন্দাজি প্র‍্যাক্টিসের শুরু। ক্লাব সদস্যদের পাশাপাশি বাগানের অন্যান্য কর্মীরা এদিন স্টেশনে পৌঁছে ফুলের মালা পরিয়ে দুই ভাইবোনকে শুভেচ্ছা জানান। তারপর বাড়িতে পৌঁছতেই পেশায় দিনমজুর বাবা দিলীপ কুজুর ও আশাকর্মী দীপালি কুজুর দুই সন্তানকে বরণ করে নেন।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
দাদা চলে ডালে ডালে, তো বোন পাতায় পাতায়! তিরন্দাজিতে আলিপুরদুয়ারের ভাই-বোনের সাফল্যে বাকরুদ্ধ বাবা-মা, জানলে গর্বে বুক ভরে যাবে আপনারও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল