TRENDING:

Alipurduar News: দ্বিতীয়বার ডুকপা উৎসবের আয়োজন বক্সা পাহাড়ে! নাচ, গান, খাওয়া-দাওয়া! সামিল হবেন বহু পর্যটক, রইল ছবি

Last Updated:
Alipurduar Dukpa Festival: প্রথমবারের সাফল্যের পর দ্বিতীয়বার বক্সা পাহাড়ে ডুকপা উৎসবের আয়োজন করা হচ্ছে। ২৮ নভেম্বর থেকে শুরু উৎসব। লামাপুজোর মধ্য দিয়ে শুরু হবে ডুকপা উৎসব।
advertisement
1/5
আলিপুরদুয়ারে উৎসবের আমেজ! বক্সা পাহাড়ে ডুকপার আয়োজন, দেখুন ছবিতে  
প্রথমবারের সাফল্যের পর দ্বিতীয়বার বক্সা পাহাড়ে ডুকপা উৎসবের আয়োজন করা হল। ২৮ নভেম্বর, শুক্রবার থেকে শুরু হবে উৎসব। লামাপুজোর মধ্য দিয়ে শুরু হবে ডুকপা উৎসব। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
উৎসবের প্রথম দিন পাহাড়ের বক্সা ফোর্ট, সদর বাজার, লেপচাখা, আদমা, চুনাভাটির মতো বিভিন্ন এলাকার মানুষেরা সামিল হবেন। বক্সা ফোর্টের পাশে আয়োজিত হবে এই উৎসব। এই উৎসবে ভুটানের ডুকপা জনজাতির বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
advertisement
3/5
বক্সা পাহাড় মানেই আলিপুরদুয়ার জেলার বুকে এক টুকরো স্বর্গ। পর্যটকরা একবার বক্সা পাহাড়ে এলে আবারও যেতে চান। এই উৎসব তাঁদের কাছে আরও বড় আকর্ষণ করে বলে জানা যায়।
advertisement
4/5
ডুকপা সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরবেন এলাকার মানুষ নাচ, গান, রান্নার মাধ্যমে। উৎসবের উদ্যোক্তা ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও এলাকার স্থানীয়রা। ডুকপা জনজাতির অন্যতম খেলা তিরন্দাজির প্রদর্শন হবে।
advertisement
5/5
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা মানেই নানান জনজাতির মানুষের বসবাস। ডুকপা তাঁদের মধ্যে অন্যতম। বক্সা পাহাড়ে এসে ডুকপাদের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে যাতে বাইরের মানুষেরা জানতে পারেন, সেই কারণে এই উৎসবের আয়োজন। (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Alipurduar News: দ্বিতীয়বার ডুকপা উৎসবের আয়োজন বক্সা পাহাড়ে! নাচ, গান, খাওয়া-দাওয়া! সামিল হবেন বহু পর্যটক, রইল ছবি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল