Alipurduar News: বক্সা পাহাড়ে মিলন উৎসব! পর্যটকদের ভিড়ে জমজমাট ডুকপা ফেস্টিভাল! তাক লাগানো তিরন্দাজি প্রতিযোগিতা, রইল ছবি
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News, Dukpa Festival: বক্সা পাহাড়ে চলছে ডুকপা উৎসব। তিরন্দাজি প্রদর্শনী এই উৎসবের অন্যতম আকর্ষণ। এই খেলা দেখতে ও ডুকপায় সামিল হতে পাহাড়ে আসেন বহু পর্যটকরা। জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় ডুকপা উৎসব।
advertisement
1/5

ডুকপাদের তিরন্দাজি হল তাদের একটি ঐতিহ্যবাহী খেলা এবং সাংস্কৃতিক কার্যকলাপ। যা তারা প্রদর্শন করলেন বক্সা পাহাড়ের ডুকপা উৎসবে।প্রায়শই বক্সা পাহাড়ের ডুকপা উৎসব বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এই তিরন্দাজি। (ছবি ও তথ্য : অনন্যা দে)
advertisement
2/5
এটি ডুকপা জনজাতির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার একটি মাধ্যম। যেখানে তাদের প্রচলিত খেলাধুলার অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বক্সা ফোর্ট ময়দানে গেলে বছরের অন্যান্য সময়েও দেখা যায় ডুকপা জনজাতির যুবকদের তিরন্দাজির অনুশীলন।
advertisement
3/5
বক্সা পাহাড়ে ডুকপা উৎসবে তিরন্দাজি প্রদর্শনী অন্যতম আকর্ষণ। পর্যটকরা এই খেলা সচরাচর দেখতে পান না। তা দেখতে পাহাড়ে আসেন অনেকে। ডুকপা উৎসব জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। এবারে ছিল উৎসবের দ্বিতীয় বর্ষ।
advertisement
4/5
পর্যটকদের কাছে বক্সার জঙ্গলের দুটি প্রধান আকর্ষণ। প্রথমত, রয়্যাল বেঙ্গল আর দ্বিতীয়ত ঐতিহাসিক বক্সা দুর্গ। পর্যটকরা মূলত এর টানেই আসেন। বর্তমানে ডুকপা উৎসব অন্যতম আকর্ষণ পর্যটকদের কাছে।
advertisement
5/5
মূলত স্থানীয় লুপ্তপ্রায় ডুকপা জনজাতির সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে বক্সায় ডুকপা লিভিং হেরিটেজ ফেস্টিভালের আয়োজন করা হয়। সেখানে ডুকপাদের নিজস্ব পদ রান্নার পাশাপাশি থাকে ছোটদের ফ্যাশন শো, তিরন্দাজি প্রতিযোগিতা। (ছবি ও তথ্য: অনন্যা দে)