Agriculture News: কৃষকদের খরচ কমে অর্ধেক, ধান কাটা জমিতে চাষ না দিয়েই সরষে রোপন! কৃষি দফতরের মেশিনে কামাল
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar Agriculture News: ধান কাটার পরে জমিতে চাষ না দিয়ে কৃষি দফতরের বিশেষ মেশিনের সাহায্যে সরষে বীজ বপন করছেন কালচিনি ব্লকের কৃষকরা।
advertisement
1/5

সবে কাটা হয়েছে ধান, এবার সেই জমিতেই কোনও প্রকার চাষ ছাড়াই কৃষি দফতরের মেশিনের সাহায্যে রোপণ করা হচ্ছে সরষে। ফলে অনেকটা কমেছে কৃষকদের চাষের খরচ। এই পদ্ধতিতে কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দাবাড়িতে সরষে বীজ রোপন করা হয়। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
2/5
পূর্বে ধান কাটার পর সেই জমিতে ট্রাক্টার চালিয়ে তা চাষ করার পর সেখানে রোপণ করা হত সরষে বীজ। যা কিছুটা খরচ ও সময় সাপেক্ষেও ছিল।
advertisement
3/5
তবে বর্তমানে কৃষি দফতরের সহায়তায় মেশিনের সাহায্যে খুব কম সময়ই ও কম খরচে কৃষকেরা সরষে রোপণ করতে পারছেন। আলিপুরদুয়ার মহকুমা সহ কৃষি অধিকর্তা রজত চট্টোপাধ্যায়, কালচিনি সহ কৃষি অধিকর্তা প্রবোধ কুমার মন্ডলের উপস্থিতিতে দক্ষিণ মেন্দাবাড়িতে প্রায় দশ বিঘা জমিতে সরষে বীজ রোপণ করা হয়।
advertisement
4/5
এ বিষয়ে রজত চট্টোপাধ্যায় বলেন, " হাতির খুব একটা মুখে রোচেনা এই সরষে। ফলে গত বছরের তুলনায় এবছর ব্লকের বিভিন্নপ্রান্তে বাড়ছে এই সরষে চাষের সংখ্যাও।"
advertisement
5/5
কৃষকদের কথায়, হাতির খাদ্য তালিকায় নেই সরষে। ফলে অন্যান্য ফসল হাতি খেলেও সরষে তার ঠিক মুখে রোচে না। তাই তা নষ্ট করার সম্ভাবনাও তেমন নেই। ফলে জঙ্গল ঘেরা এলাকা হওয়া সত্ত্বেও প্রতিবছর আরও বেশি করে বিঘা প্রতি বাড়ছে সরষে চাষ। (ছবি ও তথ্য - অনন্যা দে)