ফুটবল খেলতে আর ময়দানে যাওয়া হল না! পথেই বড় দুর্ঘটনা, ঝোপের ধারে উলটে গাড়ি, কী অবস্থা খেলোয়াড়দের?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar Accident: ফুটবল খেলতে বারবিশা এলাকায় আসছিল মেটেলির একটি দল। কিন্তু ময়দানে পৌঁছানোর আগেই ঘটল বড় দুর্ঘটনা। আহত প্রতিটি খেলোয়াড়। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
advertisement
1/5

<strong>কুমারগ্রাম, আলিপুরদুয়ার, অনন্যা দে:</strong> ফুটবল খেলতে বারবিশা এলাকায় আসছিল মেটেলির একটি দল। কিন্তু ময়দানে পৌঁছানোর আগেই ঘটল বড় দুর্ঘটনা। আহত প্রতিটি খেলোয়াড়। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
advertisement
2/5
শুক্রবার দুপুরে মেটেলি থেকে বারবিশা যাওয়ার পথে ৩১ নম্বর জাতীয় সড়কের পুটিমারির সামনে দুর্ঘটনা ঘটে। বারবিশা যাওয়ার পথে অপরদিক থেকে আসা একটি দূরপাল্লার গাড়ি জাতীয় সড়কে ছোট গাড়িটিকে জায়গা দেয়নি বলে অভিযোগ। এরফলে উল্টে পড়ে খেলোয়াড় বোঝাই গাড়িটি। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
3/5
এই ঘটনার পর এলাকায় দেখা যায় উত্তেজনা। রাস্তার পাশের এলাকাবাসীরা পুলিশে খবর দেয়। তারাই আহতদের প্রথম উদ্ধার করেন। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আহতদের নিয়ে যাওয়া হয়। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
4/5
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাঁদের পাঠানো হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
5/5
ঘটনার ভয়াবহতা ভুলতে পারছে না কোনও খেলোয়াড়। কুমারগ্রাম থানার পুলিশ তাঁদের সঙ্গে কথা বলছে। ছোট গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে থানায়। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)